সাম্প্রতিক পর্যবেক্ষণ।
লিখেছেন লিখেছেন মহাজাগতিক মুসাফির ০৪ মে, ২০১৬, ০৩:৫৩:২৬ রাত
ধর্ষিতা নারীর চিৎকার আমাকে আর অবাক করেনা,
সন্ত্রাসীর নগ্ন আচরনে আমি বিস্মিত নই,
সরকারের চরম দুর্নীতি আমাকে আর স্তম্ভিত করেনা,
শিক্ষাঙ্গনে দলীয় সংঘর্ষে আমি আর বিচলিত নই,
প্রশাসনের হয়রানীতে আমি মোটেও উত্যক্ত নই,
জাতির লজ্জায় আমি আর লজ্জিত হইনা,
বুদ্ধিজীবী হত্যা আমাকে আর বিমর্ষ করে না,
ইতিহাস বিকৃতিতে আমি একটুও চিন্তিত নই,
দেশের দারিদ্রতা নিয়ে আমার আর কষ্ট হয়না,
প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুতে আমার আর দুঃখ হয়না,
দু'দলের রক্তারক্তিতে আমি আর আশ্চর্য হইনা,
ওদের রাজনীতি দ্বন্দ্ব নিয়ে আমি আর মাথা ঘামাই না!
যদি প্রশ্ন থাকে কেন?
কারণ আমি এই অরাজকতা দেখছি প্রতিনিয়তই!
ধন্যবাদ সবাইকে।
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন