মানুষ চাই মানুষ রূপি হায়েনা নয়. ।
লিখেছেন লিখেছেন অন্তিম পথের যাত্রী ০৫ মে, ২০১৬, ০৩:৪০:৩১ দুপুর
মানবতা বিরোধী অপরাধের.
দায়ে ফাঁসি,
এটা খুবই নগন্য,
তাদের অপরাধ অনুযায়ী,
কিসাস তথা পাথর নিক্ষেপ করে হত্যা করা উচিত ছিলো.
তবে.
ট্রাইবুনাল এর বিচার কার্য আর রায় যদি প্রশ্নবিদ্ধ হয়.
ইতিহাস তা ক্ষমা করবে না.
.হয়তো নতূন কোন অধ্যায় শুরু হবে.
দক্ষিণ এশিয়ার নষ্ট রাজনীতিতে
ট্রাইবুনাল হতে পারে রাজনীতির
নতুন কোন পন্য.
ক্ষমতার পরিবর্তনে আসামী পরিবর্তন হয় কিনা.
এটাই এখন দেখার বিষয়.
তবে একটা কথা না বললেই নয়.
আমাদের এই ছোট্ট সুন্দর দেশটাতে.
রাষ্ট্র পরিচালনা বা মন্ত্রীসভার সদস্যদের
সেই মানুষটার মত দেখতে চাই,
যে শিল্পমন্ত্রনালয়ের মন্ত্রী হয়ে ও.
কোন রকম দুর্নীতির আস্রয় নেয়নি,
সেই মানুষটার কেমন ব্যাক্তিত্ব.
তৎকালিন কেপিএম এর উদ্ধতন কর্মকর্তারা হাড়ে হাড়ে,
টের পেয়েছে,
সেই সফরে দুপুরের খাবারের বিল সরকারি কোষাগার এ তুলতে অনিহা প্রকাশ করেছন
বিষয়: রাজনীতি
১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন