আমি লিখি,

লিখেছেন লিখেছেন এইচ এম আমির ০৬ মে, ২০১৬, ০৪:৩৮:৩৯ রাত

আসসালামু আলাইকুম ।

কেমন আছেন বন্ধুরা,

আমি লিখতে খুব ভালোবাসি,

বই আমার ভালোবাসার প্রতীক, তাই বই লিখতে এবং পড়তে খুব মজা পাই । বিশেষ করে গল্প ও উপন্যাস লিখতে ভালবাসি ।

তাই কিছু দিন আগে আমার লেখা প্রথম গল্প গ্রন্থ বই ( প্রবাস জীবনের গল্প ) বইটি খুব আবেগের সাথে লিখা হয়

ফুটে উঠেছে বর্তমান সমাজের বাস্তব কাহিনী । বইটি লিখতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি ।

বইটি গত 3 রা মার্চ আলোকিত লোহাগাড়ার বিশেষ সহযোগিতায় লোহাগাড়াই হোটেল ওয়া চিচ এ মোড়ক উম্মচন অনুষ্ঠান করা হয়েছে, এতে লোহাগাড়ার বিশেষ মান্য গন্য ব্যাক্তি দের উপস্থিতি ছিল,

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File