যিনি আপনাকে ২৪ ঘণ্টা সময় দান করেছেন উনি আপনার থেকে ১ ঘণ্টা সময় চায়, আপনি কি দিবেন?

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ০৪ জুন, ২০১৬, ০৫:০০:২১ সকাল

আপনার চোখের সামনেই কতো মানুষ এক সেকেন্ডের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, এর অর্থ হলো আমি –আপনি সামনের যে সেকেন্ডটি পাচ্ছি এটা আল্লাহর দান, তিনি আমাদেরকে সামনের ২৪ ঘণ্টা সময় দান করেছেন এবং কিছু সময় দিয়ে পাঁচ ওয়াক্ত নামায পড়ার নির্দেশ দিয়েছেন। চলুন সামনে রমজান মাস থেকে নামাজ শুরু করি।

পাঁচ ওয়াক্ত নামাজ কুরআন, সুন্নাহ ও ইজমা অনুযায়ী ফরয। প্রাপ্তবয়ষ্ক ও সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম নারী-পুরুষের ওপর নামাজ ফরয। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ইসলাম পাঁচটি বিষয়ের ওপর নির্মিত হয়েছে: এ সাক্ষী দেয়া যে আল্লাহ ব্যতীত কোনা ইলাহ নেই এবং মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। এবং সালাত আদায় করা...। [বর্ণনায় বুখারী ও মুসলিম ]।

আর এক হাদিসে প্রিয় নবী ইরশাদ করেছেনঃ ‘তোমাদের কি মনে হয়, যদি কারো দরজার কাছে নদী থাকে যাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? তারা বলল, ‘তার গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: পাঁচ ওয়াক্ত নামাজও একই রকম। এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপসমূহ মুছে দেন।’[বর্ণনায় বুখারী ও মুসলিম ]

নামাজ হল পরাক্রমশালী আল্লাহ তায়ালা ও দুর্বল বান্দার মাঝে বন্ধন স্বরূপ। মহাশক্তিশালীর শক্তির মাধ্যমে দুর্বলকে শক্তিশালী করা এর অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অধিকহারে আল্লাহ তায়ালার স্মরণ করা হয়। তাঁর সাথে অন্তরের সম্পর্ক সৃষ্টি হয়।

নামাজের ফজিলত সম্পর্কে বিস্তারিত পড়তে এই লিংকে ক্লিক করুন ••►

bn.islamkingdom.com/s2/46706



বিষয়: বিবিধ

৭৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370964
০৪ জুন ২০১৬ বিকাল ০৪:৫৫
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File