পাঁচ মিনিট সময় আপনার পুরা জীবনের অজু শুদ্ধ করে দিতে পারে

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ২৬ মে, ২০১৬, ০১:৪২:১০ দুপুর

রমজান মাসের শুভ আগমন, রমজান হলো ইবাদাতের মাস, আমরা এই পবিত্র মাসে সবাই কম বেশি নামাজ আদায়ের চেষ্টা করি, কিন্তু যদি নামাজের মাসায়েল গুলো জানা না থাকে তাহলে নামাজ কি শুদ্ধ হবে? নামাজ শুদ্ধ হতে হলে প্রথমে অজু শুদ্ধ হতে হবে, তাই অজুর মাসায়েল গুলো জেনে নিন, পাঁচ মিনিট সময় দিন, অজুর সব মাসায়েল গুলো সচিত্র এবং ভিডিও সহ জেনে নিতে পারবেন।

অজুর পদ্ধতি

১- অন্তরে অজুর নিয়ত করা।

২- বিসমিল্লাহ বলা।

৩- হাতের দু’কব্জি পর্যন্ত ধৌত করা (তিনবার)।

৪- মেসওয়াক করা: এর সময় হলো কুলি করার মুহূর্তে।

৫- কুলি করা, নাকে পানি দেয়া, নাক ঝাড়া (তিনবার)।

কুলি করা অর্থ : মুখের মধ্যে পানি প্রবেশ করিয়ে নাড়াচাড়া করা

নাকে পানি দেয়া অর্থ: নিশ্বাসের সাথে নাকের মধ্যে পানি টেনে নেয়া।

নাক ঝাড়া অর্থ: নাকের ভিতর থেকে পানি বের করা।

৬- মুখমন্ডল ধৌত করা (তিনবার) দাড়ি খেলাল করাসহ।

৭- আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত ডান হাত তিনবার ধৌত করা। অতঃপর একইরূপে বাম হাত ধৌত করা।

৮- মাথা মাসেহ করা: আর তার পদ্ধতি হলো প্রথমে হাত পানি দিয়ে ভিজিয়ে নেয়া। এরপর মাথার সামনের দিক থেকে পিছনের দিকে চুলের শেষ সীমানা পর্যন্ত হাত বুলানো। এরপর পেছনের দিক থেকে সামনের দিকে হাত ফিরিয়ে আনা (একবার)।

৯- তর্জনী অঙ্গুলি দিয়ে কানের ভিতরে মাসেহ করা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ মাসেহ করা (একবার)।

১০- ডান পা টাখনু পর্যন্ত ধৌত করা (তিনবার) অতঃপর একইরূপে বাম পা ধৌত করা ।

১১- অজু শেষ করার পর এই দুআ পাঠ করা

বিস্তারিত জানার জন্য ••►

bn.islamkingdom.com/s2/46701

ভিডিওটি দেখার জন্য ••►

https://youtu.be/UmLmdHjw0As



বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File