আল-মু'মিন, আল-মুহাইমিন, আল্লাহ তায়ালার পবিত্র নাম
লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১৯ মে, ২০১৬, ০৩:৫১:৪৬ রাত
আল্লাহ তায়ালার পবিত্র নামসমূহের মধ্যে আছে, আল-মু'মিন এবং আল-মুহাইমিন, ইহার অর্থ হলঃ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী, যিনি বান্দাদের মাঝে শান্তি ছড়িয়ে দেন এবং সৃষ্টিজগতের মাঝে নিরাপত্তা বিধান করেন। আল্লাহ তায়ালা যথার্থ তদারককারী, যিনি সকল বিষয়ের গোপন রহস্য ও ভেদ সম্পর্কে জানেন। সব বিষয় যার জ্ঞানের আয়ত্বে রয়েছে।
আল্লাহ তায়ালার পবিত্র নামসমূহ এবং ইহার অর্থসহ বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করুন ••►
bn.islamkingdom.com/s1/5474
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন