ইসলামে প্রতিবেশীর অধিকার

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ০২ মে, ২০১৬, ০৫:২১:৩১ বিকাল

মানুষ হিসাবে আমাদেরকে সমাজবদ্ধ জীবন যাপন করতে হয়। আর সমাজে বসবাস করলে অবশ্যই সেখানে প্রতিবেশী থাকে। প্রতিবেশী ভালো হলে সামাজিক জীবন সুন্দর ও মধুময় হয়। এর বিপরীতে প্রতিবেশী মন্দ হলে সমস্যার কোনো শেষ থাকে না। তাই ইসলামে প্রতিবেশী নির্বাচনের প্রতি অত্যাধিক গুরুত্বারোপ করা হয়েছে। প্রতিবেশী ভালো হোক বা খারাপ হোক- প্রতিবেশীর অনেক অধিকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, প্রশ্ন করা হলো কে সে হে আল্লাহর রাসূল ? তিনি বললেন: ‘প্রতিবেশী, যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়” (আহমাদ)। তিনি আরও বলেনঃ “যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন নিজ প্রতিবেশীকে কষ্ট না দেয়” (বুখারী)। তিনি প্রতিবেশীকে সম্মান করার তাগিদ দিয়েছেন, তিনি বলেনঃ “যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে” (বুখারী)। ইসলাম ধর্ম কতই সুন্দর, দেখুন প্রিয় নবী কি বলেনঃ তিনি বলেন- “তুমি যখন তরকারি রান্না করবে তখন তাতে বেশি করে পানি দেবে অতঃপর তোমার প্রতিবেশীদের কারো খবর নিয়ে তা থেকে তাদেরকে কিছু দেবে” (মুসলিম)। তিনি আরও বলেনঃ “সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে” (বায়হাকী)

বিস্তারিত পড়তে এই লিংকে ক্লিক করুন ••►

bn.islamkingdom.com/s2/46649

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File