বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তর্জাতিক পুঁজিবাজারে যাচ্ছে!
লিখেছেন লিখেছেন রবিন২৭ ১৯ মে, ২০১৬, ১১:৪৬:৩৮ রাত
আন্তর্জাতিক পুঁজিবাজারে যাচ্ছে বাংলাদেশ। পিডিবির মাধ্যমে প্রাথমিকভাবে ৫শ মিলিয়ন ডলার বন্ড ছাড়ার পরিকল্পনা করেছে সরকার। এরপর ধারাবাহিকভাবে বিদ্যুৎ খাতের অন্য কোম্পানিগুলোকে সিঙ্গাপুরের পুঁজিবাজারে আনার পরিকল্পনা নিয়েছে। এজন্য অর্থনৈতিক পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদেশের মার্কেটে বন্ড ইস্যু শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়
বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তোফিক-ই ইলাহী ও পিডিবির চেয়ারম্যান সামসুল হাসান মিয়াসহ বিদ্যুৎ বিভাগের সব কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস।
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশে উন্নীত হতে আগামীতে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। তাই কম সুদে এই টাকা তুলতে আন্তর্জাতিক বাজারে পিডিবি ৫শ মিলয়ন ডলার তুলছে। অন্য কোম্পানিকেও দ্রুত বন্ড ছেড়ে টাকা তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।
জালানি উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতের কোম্পানির পর জ্বালানি খাতের কোম্পানিও বিশ্ব পুঁজিবাজারে বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করবে
Collected: Share Barta 24 | Latest Share News
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন