জড়তা ছিলো, আছে, জড়তা থাকবে।
লিখেছেন লিখেছেন জড়তা ১৪ এপ্রিল, ২০১৬, ০৯:৫৯:৩৫ সকাল
আমাদের সকলেরই একটা মনোবাসনা থাকে যে, সুযোগ পেলে কিছু একটা করে দেখাব।মাঝে মাঝে, সুযোগ পেয়েও পরিস্থিতি বুঝে ওঠার আগেই তা হাত ছাড়া হয়ে যায়।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের ভিতরকার জড়তা, সাহসের অভাব এ সমস্যার সৃষ্টি করে। যা মানুষকে তার ব্যক্তিসত্তার বিকাশে বাধা দেয়।
প্রায়শই, এ জড়তা আমাদের কাপুরুষ করে তোলে। ফলে আমরা বিভিন্ন সময়ে, যখন আমাদের অগ্রগামী ভুমিকা রাখা প্রয়োজন তখন পিছিয়ে আসি; অপেক্ষায় থাকি কেউ হয়ত এগিয়ে আসবে এবং সকল সমস্যার সমাধানের ভার বহন করবে।
যারা এ জড়তা কাটিয়ে উঠে প্রতিকুলতার বিরুদ্ধে অবস্থান নেয় তারাই সফলকাম হয়। কিন্তু তা এতটা সহজসাদ্ধ নয়।এ প্রতিবাদের পথ বন্ধুর। কন্টকময় পথ বোধকরি আরও সহজে পারি দেওয়া যায়। সমাজ অধিকাংশ সময় এ ব্যাপারে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষন করে। যা সদ্য ফোটা প্রতিবাদি মুখকে নিস্তেজ করে দিতে যথেষ্ট।
আমাদেরকে এরকম আরও কতরকমের যে বাধার সম্মুখীন হতে হয় তা বলার অপেক্ষা রাখেনা।
আমি নিজেও এ রকম জড়তায় বাধাগ্রস্থ। সমাজের অসংগতি, মানুষের কুদৃষ্টিভঙ্গি, কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে কথা বলার সাধ থাকলেও সাহস হয়ে ওঠেনি। জড়তা আমাকে করেছে বাকপ্রতিবন্ধি। তাই বলে কি আমি চুপ করে থাকব?
তাই তো এ খুদ্র প্রয়াস। জড়তার বিরুদ্ধে এ যুদ্ধ ছিল, আছে, থাকবে। এইতো শুরু...
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন