✬দিনশেষে আপনি কেবলই দুই সন্তানের মা✬
লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ১৭ এপ্রিল, ২০১৬, ০৫:৪৮:২৩ বিকাল
➥দিনশেষে আপনি কেবলই দুই সন্তানের মা
•
(১) হাজার হাজার মাইল দুরে আমেরিকায়
আপনার সন্তানকে গুম, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে ৮২ বছরের প্রবীন সাংবাদিক শফিক রেহমানকে ধরতে পারেন;
অথচ নিজদেশের তনু-সাগর-রুনীর হত্যাকারীদেরকে খুঁজেই পান না !
(২) সাত খুনের আসামী নূর হোসেনদের
জন্য রিমান্ড হয় না;
অথচ ভালোবাসার অনুরাগী সর্বজনশ্রদ্ধেয়
শফিক রেহমানের জন্য পাঁচ দিনের রিমান্ড !
(৩) সুদূর আমেরিকায় আপনার সন্তানকে হত্যাচেষ্টা আবিস্কার করতে পারলেন;
অথচ নিজদেশের হাজার হাজার
কোটি টাকা ব্যাংক লুটের খবর জানেন না !!
(৪) প্রতিনিয়ত হাজারো মানুষের গুম, খুন, ক্রসফায়ারে আপনার মাতৃত্ব জাগ্রত হয় না;
অথচ নিজের গর্ভজাত সন্তানের মিথ্যা আশংকায় আপনার মাতৃত্ব কেঁপে উঠে !
(৫) জাতির স্বপ্ন ছিল
'আমার সন্তানরা যেন থাকে দুধে-ভাতে';
অথচ আপনার সন্তানরা আছে
"পদ্মা আর হ্যাকিংয়ে" !!
(৬) আপনার পিতাকে জাতির পিতা
বলা হলেও;
আপনি কখনও 'দেশমাতা' হতে পারলেন না !
কেননা দিনশেষে আপনি কেবলই
নিজ সন্তানেরই মা !
বিষয়: বিবিধ
১৪৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন