▶স্বার্থের পিছে সবাই ছুটে▶

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ১৭ এপ্রিল, ২০১৬, ০৫:৫৫:৫৯ সকাল

রাষ্ট্র যখন নেমেছে সন্ত্রাসে,

পুলিশ নেমেছে চাঁদাবাজিতে।

র‍্যাব নেমেছে হত্যাযজ্ঞে।

মুন্ত্রী নেমেছে লুটপাটে।

-

দুদক নেমেছে লীগ বাঁচাতে।

আদালত নাচতেছে "র "য়ে তালে।

উন্নয়ন হচ্ছে বাঁশ দিয়ে।

জঙ্গীবাদে নেমেছে ছাত্রলীগ।

নারী লীগ নেমেছে আর্মীর পিছে।

-

জনতা নেমেছে পালিয়ে জীবন বাঁচাতে।

দেশ যাবে কোথায় বলুন?

বিষয়: রাজনীতি

১০৯০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365923
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৩২
শেখের পোলা লিখেছেন : দেশ যাবে সিঙ্গাপুরের পথে হনুলুলুতে৷ সেখান থেকে আফ্রিকার আমাজনে৷
365926
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব জনগণের প্রাপ্য.
আপনি নতুন, খুব লিখছেন। আপনার জন্য দোয়া।
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫০
303619
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : জাযাকাল্লাহ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File