মিয়ানমারও যখন আকাশ সীমা লঙ্ঘন করে !!!
লিখেছেন লিখেছেন সৈয়দ মাসুদ ২৬ মে, ২০১৬, ০৫:২৪:৪১ সকাল
দেশের অস্থিতিশীল রাজনীতি ও জাতীয় অনৈক্যের কারণেই প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের উপর অনাকাঙ্খিত খবরদারি করছে বলেই তথ্যাভিজ্ঞমহল মনে করে। যদি জাতীয় ইস্যুতে আমরা জাতীয় ঐক্যমত গড়ে তুলতে পারতাম তাহলে আমাদেরকে এই বৈরি পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। মূলত আমাদের দেশের ক্ষমতাকেন্দ্রীক রাজনীতির কারণেই কোন ইস্যুতেই জাতীয় ঐক্যমত গড়ে তোলা সম্ভব হয়নি। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে যখন বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি তখন বিভিন্ন অজুহাতে জাতিকে বহুধাবিভক্ত করে মহল বিশেষ রাজনৈতিক ফায়দা হাসিল করছে। পরিকল্পিতভাবে নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে। গণমানুষের কল্যাণে কাজ না করে আত্মস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, শ্রেণিস্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থ ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার মাধ্যমে জাতিস্বত্ত্বাকে ধবংসের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আর এ অবস্থা ক্রমাবনতিশীল। সহসাই এ বৃত্ত বেড়িয়ে আসার আপাতত কোন সম্ভবনা দেখা যাচ্ছে না।
রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতীয় জীবনে বিশৃঙ্খলা ও প্রতিক্রিয়াশীল রাজনীতির কারণেই আমরা এখন অনেকটাই বহুধাবিভক্ত হয়ে পড়েছি। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো। এমনকি মিয়ানমারের মত রাষ্ট্রও আমাদের আকাশ সীমা লঙ্ঘনের ধৃষ্ঠতা দেখাচ্ছে। আর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশ সীমান্তে বাড়াবাড়ির ঘটনা নতুন কিছু নয়। বাংলাদেশী নাগরিকদের হত্যা, অপরহণ, বিজিবি ক্যাম্পে হামলার ঘটনা মাঝে মাঝে গণমাধ্যমে শিরোনাম হতেও দেখা যায়। কিন্তু আমরা আত্মকলহে লিপ্ত থাকার কারণে এসব ঘটনার জোরালো কোন প্রতিবাদও করতে পারি না। ফলে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা উত্তরোত্তর বৃদ্ধিই পাচ্ছে।
সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু রিজার্ভের দুর্গম বুলুপাড়া সীমান্তে মিয়ানমারের সামরিক বাহিনীর ঐ হেলিকপ্টারটি বিজিবি ক্যাম্পের উপর দিয়ে উড়ে যায়। এ ঘটনার পর বিজিবির চট্রগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের পক্ষ থেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সীমান্তে ক্যাম্পগুলোতে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বান্দরবান সেক্টরের আওতাধীন বিজিবির আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বেলা প্রায় ১২টার দিকে সাংঙ্গু রিজার্ভে নতুন স্থাপিত বুলুপাড়া পানঝিড়ি এলাকায় ৪টি বিজিবি ক্যাম্পের উপর দিয়ে মিয়ানমারের একটি জলপাই রঙের হেলিকপ্টার উড়ে যায়। এটি সামরিক বাহিনীর এমআই ১৭ হেলিকাপ্টার বলে ধারণা করা হচ্ছে। ৬৫ সীমান্ত পিলার এলাকা দিয়ে প্রবেশ করে এটি পশ্চিম দিকে মিয়ানমারে উড়ে যায়। এ ঘটনার পর পরই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
অধিনায়ক রেজা জানান, বিজিবির চট্রগ্রাম রিজিয়নের পক্ষ হতে দুপুরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে কড়া ভাষায় এর প্রতিবাদ জানানো হয়েছে। গত ১১মে মিয়ানমার সীমান্তের ওপার থেকে নিক্ষিপ্ত ৬টি মর্টার সেল বাংলাদেশের বুলুপাড়া বিজিবি ক্যাম্পের পাশে এসে পড়ে। এ ঘটনার মাত্র ১৩ দিনের মাথায় মিয়ানমারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিনা অনুমতিতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছে।
মূলত আমাদের জাতীয় জীবনের বহুধাবিভক্তির কারণেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সামরিক শক্তিতে অনেক পিছিয়ে থাকা মিয়ানমারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দ্বিধা করছে না। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ইস্যুতে আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নিরাপদ রাখতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে। অনথায় মুক্তিযুদ্ধের শহীদানের রক্তের ঋণ পরিশোধ হবে না।
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন