যে দেশের স্বপ্ন দেখি.....?
লিখেছেন লিখেছেন জাওয়াদ মাহমুদ ০২ এপ্রিল, ২০১৬, ০১:৩৩:৩৯ রাত
আজকাল টেলিভিশন বা পত্রিকার পাতা খুলতেই একটা বিষয় প্রতিনিয়তই চোখে পড়ে| আর সেই বিষয়টা হচ্ছে তোলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ হত্যা ইত্যাদি| এমন কোন দিন বা ক্ষণ নেই যে এই খবরটা পাইনা| কিন্তু কেন? আল্লাহর রাছুল যে বলেছিলেন হাযরামওত থেকে মক্কা পর্যন্ত কোন সূন্দরি রমনি হেটে যাবে আর মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না | এখনো সেই সমাজের স্বপ্ন দেখে যাই
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন