কম বেতনের কর্মচারীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প
লিখেছেন লিখেছেন বাংলা নিউজ কাতার ১৭ মার্চ, ২০১৬, ১১:২৪:০৪ সকাল
আগামী শুক্রবার কম বেতনের শ্রমিকদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে কাতারের গনস্বাস্থ্য মন্ত্রনালয়। এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৫শতাধিক শ্রমিক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এই ক্যাম্পের লক্ষ্য হবে কর্মস্থলে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা। সাথে সাথে সকল ধরণের এক্সিডেন্টের সময় করণীয় বিষয়েও এই ক্যাম্পে দিকনির্দেশনা প্রদান করা হবে।
মেডিক্যাল ক্যাম্পে ফ্রি মেডিক্যাল টেস্ট, স্বাস্থ্য শিক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার সুযোগ থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ophthalmologists, ENT specialists, dermatologists, dentists, physiotherapists and nutritionists. মী সাঈদ এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হবে।
হামাদ মেডিক্যাল কর্পোরেশন, ভি কেয়ার, Boom Construction, WellCare drugs group, Indian Doctors Club, Forum for Indian physiotherapist in Qatar, companies, institutions and the private sector এর সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ৩০জন ডাক্তার, ২৫-৩০ জন নার্স, ১৫০ জন স্বেচ্ছা সেবক এবং ২০ জন ফিজিওথেরাপিস্ট এই ক্যাম্পে অংশ নেবেন।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন