আগুন(Fire)এর গঠন প্রণালী ও প্রকারভেদ,-আগুন(Fire)লাগলে আমাদের করণীয় এবং আগুন নিভানোর আধুনিক কৌশল/মূলনীতি,, অগ্নিনির্বাপক(Fire Fighting)সিলিন্ডারের(Extinguisher)পরিচিতি ও উপযুক্ত ব্যবহার। আমাদের ফায়ার সার্ভিসের কাজ।

লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২০ জুলাই, ২০১৬, ০৬:২৮:৫৭ সন্ধ্যা



আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।প্রশংসা করছি সর্বশক্তিমান মহান আল্লাহ তায়লার যিনি আমাকে এ লেখার তাওফিক দান করেছেন।লক্ষ কোটি দূরুদ ও সালাম মানবতার শান্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তাফা (সাঃ) এর উপর।

,

আগুন(Fire)শব্দটি উচ্চারণে যতো সহজ/সাবলীল; তার চেয়ে ঢের ভয়ঙ্কর বেশি এর ধ্বংসবিনাশী সর্বনাশা রূপ।ভুক্তভোগী সহ কমবেশী আমরা সবাই তা জানি।

অথচ- একটু সচেতনতা ও আগুন নিভানোর(Fire fighting)সঠিক পদ্ধতি জানা থাকলে-আগুন(Fire)লাগা­র সাথে সাথে প্রয়োজনীয় সামান্য প্রয়াসেই(action)অনে­ক বড় ক্ষয়ক্ষতি,প্রাণহানি­ এড়ানো সম্ভব।

তিনটি বস্তুর সমন্বয়ে আগুন(Fire)গঠিত হয়।যথাক্রমেঃ তাপ,জ্বালানী,অক্সিজে­ন।



লক্ষণীয়ঃ এই তিনটি বস্তুর কোন একটি ছাড়া আগুন(Fire)কখনো লাগবে না বা সৃষ্টি হবে না অথবা কেউই আগুন(Fire)লাগাতে পারবেন না!

কেবল যখনই একসাথে তিনটি বস্তু সম্মিলিত হবে- সাথে সাথে আগুন(Fire)উত্পন্ন হবে।

মজার বিষয় হলোঃ জ্লন্ত আগুনের মধ্যে এই তিনটি বস্তুর মধ্যে যে কোন একটি বিচ্ছিন্ন(Cut up)করতে পারলে-আগুন(Fire)সাথে­ সাথে নিভে যাবে/আর জ্বলবে না।




অগ্নিনির্বাপণের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

A) স্থাপনা টিকিয়ে রাখা।

B) স্থাপনা স্বাভাবিক রাখা।

C) বসবাসের/ব্যবহার উপযোগী রাখা।

D) মানুষ ও ম্যাটারিয়াল রক্ষা করা।

Type of Fire: -

Classe A - Involving Solid Fire.

Classe B - Involving Liquid Fire.

Classe C - Involving Flammable Fire.

Classe D - Involving Metals Fire.

Category Of Fire বা আগুনের প্রকারভেদ:[\u]

Category A - Solid Fire.

Category B - Liquid Fire.

Catagory C - Electrical Fire.


(উল্লেখ্য: বিশেষজ্ঞ'রা আগুনের শ্রেণীকরণ করার কারণ ও উপকার(Facility)হলো- কি ধরণের আগুন(Fire)তা শনাক্ত করে; আগুন(Fire)দ্রুত নিভানো ও ক্ষয়ক্ষতি এড়ানোর স্বার্থে আগুনের ধরণ অনুযায়ী সঠিক 'অগ্নিনির্বাপক যন্ত্র'(Fire Fighting Extinguisher)ব্যবহার­ নিশ্চিত করা।এবং কি ধরনের আগুন কোথায় লেগেছে তা স্থানের নাম সহ উল্খে করলে- আশপাশের লোকজন অপ্রয়োজনীয় জিনিসপত্র বাদে আগুন(Fire)নিভানোর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এগিয়ে আসতে পারবে। তবে এ জন্য সর্বস্তরের মানুষের অগ্নিনির্বাপণ(Fire Fighting)সম্পর্ক জ্ঞান/উপযুক্ত ধারণা থাকা জরুরি অথবা আমরা সবাই এ ব্যাপারে অন্যদের শিখানো/জানানো/ধারণা দেওয়ার চেষ্টা করা উচিত।)

[u]Catagoey of Fire Fighting Extinguisher বা অগ্নিনির্বাপক সিলিন্ডারের প্রকারভেদ:-


A) Water type extinguisher.

B) Foam Type Extinguisher.

C) carbon dieoxaid Extinguisher.

এবং যুদ্ধ জাহাজ(Navy Ship)ও কিছু বাণিজ্যিক শিপে(Merchant Ship) 'AFF' (Aquous Flim Forming Foam)ব্যবহার করা হয়।

Catagory A- solid Fire: কাঠ,কয়লা,বাঁশ বা এ জাতীয় কিছুতে জ্বলন্ত আগুন(Fire)কে Solid Fire বলা হয়।

সলিড ফায়ার(Solid Fire)নিভানোর ক্ষেত্রে Water Type Extinguisher ব্যবহার করতে হয়।



Two Gallon Water type Extinguisher এর গঠন প্রনালীঃ এর ভেতরে দুইটি কন্টেইনার আছে।

1)ইনার(inner) 2)আউটার(Outer),

ইনারে আছে সালফিউরিক এসিড, আউটারে- সোডা ওয়াটার।



Catagory B- Liquid Fire:[/­u] পেট্রাল,ডিজেল,অকটেন,কেরোসিন বা এ জাতীয় কিছুতে জ্বলন্ত আগুনকে লিকুইড ফায়ার(Liquid Fire)বলা হয়।

লিকুইড ফায়ার নিভানোর ক্ষেত্রে Foam Type Extinguisher ব্যবহার করতে হয়।



[u]Two Gallon Foam Type Extinguisher এর গঠন প্রণালীঃ
এর ভেতরে দুটি কন্টেইনার আছে।

যথাক্রমে- ইনার(inner) ও আউটার(outer).

ইনার কন্টেইনারে আছে এলমুনিয়াম সালফেট এবং আউটারে আছে সোডিয়াম বাই কার্বনেট।

(উল্লেখ্য- অধিকাংশ water type ও Foam type এক্সটিংগুইসার Two Gallon হয়ে থাকে।)



Catagory C- Electric Fire: সব ধরনের ইলেকট্রিক সামগ্রিতে জ্বলন্ত আগুনকে Electric Fire বলা হয়।

ইলেকট্রিক আগুন নিভানোর ক্ষেত্রে 'কার্বন ডাই অক্সাইড' এক্সটিংগুইসার ব্যবহার করতে হয়।

বিঃদ্রঃ যে কোন ধরনের আগুনে কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইসার(সিলিন্­ডার)ব্যবহার করা যায়।এ জন্য বাসা বাড়িতে জরুরি(Emergency)প্রয়োজনে কাজে লাগাতে এ ধরনের সিলিন্ডার রাখা যেতে পারে।



কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইসারের গঠন প্রণালীঃ এর ভেতরেও দুটি কন্টেইনার আছে। যথাক্রমে ইনার(inner) ও আউটার(Outer).

ইনারে আছে-হাই কম্রেসার গ্যাস ও আউটারে আছে কার্বন ডাই অক্সাইড।



লক্ষণীয়- যখন যে কোন ধরনের সিলিন্ডার(Extinguish­er)এর সেফটি পিন খুলে হাতলে চাপ দেওয়া হয়-তখন মৃদু শব্দে ইনার কন্টেইনার ছিদ্র হয়ে তার ক্যামিকেল আউটারের ক্যামিকেলের সাথে মিশে কাঙ্খিত উপাদান তৈরি হয়ে খুব প্রেসারের সাথে নজেল দিয়ে বের হয়ে আসে।

সাবধানতাঃ কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার চালনা(Operate)করার সময় এর মুখের বড় নজেলে(কর্কের মতো অংশ)ধরা যাবে না। ধরলে ঠান্ডায় হাত পুড়ে(Cool Burn)যেতে পারে!

শুধু ছোট পাইপে ধরে অপারেট করতে হবে।

এবং আগুন নিভানোর জন্যে আগুনের প্রতিকূলে এক্সটিংগুইসার পরিচালনা করতে হবে।



আগুন(Fire)নিভানোর­ মূল নীতি সাধারণত তিনটি, যথাক্রমে- 1) Cooling 2)Smothering 3)Starving 4) Disrupting.

1) Cooling: তাপ সীমিত করণ। যেমন- আশপাশের কম্পার্টমেন্ট(রুম)ঠা­ন্ডা রাখার ব্যবস্থা করে যাতে তাপ ছড়াতে না পারে। এ কুলিং টা পানি দিয়ে করতে হয়।

2)Smothering: অক্সিজেন সীমিত করণ। যেমন- যেখানে আগুন লাগবে সেখানে বাতাসের প্রবাহ কমিয়ে দেওয়া।

3)Starving: দাহ্য বস্তু সীমিতকরণ। যেমন- জ্বলন্ত আগুনের আশপাশের স্থানান্তর যোগ্য সকল বস্তু সরানো।

4)Disrupting: বিচ্ছিন্ন করা। যেমন- চুলার উপর তৈল অতিরিক্ত গরম হয়ে যদি কোন তৈলের হাঁড়িতে আগুন লেগে যায়- সাথে সাথে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া। এতে অক্সিজেন(বাতাস)বিচ্ছ­িন্ন হয়ে আগুন নিভে যাবে!

আগুন(Fire)লাগলে আমাদের করণীয়:

1*)আগুন দেখামাত্রই আগুন আগুন অথবা(Fire Fire)বলে জোরে চিত্কার করা (Shout) জ্বলন্ত আগুনের স্থানের নাম সহ। যেমন: Fire Fire in second floor draining room Electric Fire.

এতে আপনাকে ও আগুনের স্থান খোঁজে পেতে(Find out) এবং উপযুক্ত অগ্নিনির্বাপক যন্ত্র(Extinguisher)­নিয়ে আসতে অন্যদের সহায়তা হবে।

2*) আগুনের আকার ছোট হলে বা সম্ভব হলে পা চাপা দিয়ে/অন্য কিছু চাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলুন।

3*) দিশেহারা না হয়ে যথাসম্ভব মাথা ঠিক রাখা।

4*) ফায়ার ফাইটি এলার্ম বাজানো।

5*) বিদ্যুত্ ও গ্যাস সংযোগ বন্ধ(Disconnect)করে দেওয়া।

6*)নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন/LAFB(Local authority Fire Brigitte) তে আগুন লাগার স্থান,আপনার অবস্থান ও আগুনের আকারসহ জানিয়ে দিন। সম্ভব হলে কি ধরনের আগুন তা জানিয়ে দিন।

7*)পুলিশ স্টেশনে ফোন দিয়ে জানিয়ে দিন।

8*) আটকে থাকা অন্যান্য সবাই কে আতংকিত না হতে এবং তাদের নিরাপদে পৌঁছাতে সাহায্য করা।

9*) ভেতরে লোক আটকা থাকলে এম্বুলেন্স অফিসে ফোন করুন।

10*) উদ্ধারকৃত আহতদের প্রাথমিক চিকিত্সা(Fast Aid)প্রদানপূর্বক হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা।

11*) ফায়ার সার্ভিস টিমকে সহায়তা করা।

12*) আগুন যাতে আশপাশে না ছড়ায় সে দিকে লক্ষ্য রাখা।

13*) সর্বোপরি পরিস্থিতি বিবেচনা করে নিজের মস্তিষ্ক ব্যবহার করা।(Use you're Sense).

ফায়ার সার্ভিসের কাজঃ

A) To Save life- জীবন রক্ষা করা।

B)To Save Property- সম্পদ রক্ষা করা।

C)To Extinguish The Fire- আগুন নিভানো।

---------~_~---------~_~-----------

সবাইকে ধন্যবাদ সময় ব্যয়ে লেখাটি পড়ার জন্যে। জনসচেতনতার জন্যে লেখাটি ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে কপি পেস্ট/শেয়ার করতে পারেন।

লেখাটি যদি কারও বিন্দুমাত্র উপাকারে আসে,তবেই শ্রম স্বার্থক। রোজ হাশরের দিন যেন এ প্রচেষ্টা আমাদের সবার নাজাতের ওসিলা হয়ে যায়। "আল্লাহ্ হাফেজ"।

বিষয়: বিবিধ

৪০৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375010
২০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
হতভাগা লিখেছেন :


আগুন লাগার পর দৌড়াদৌড়ি করলে তা সারা গায়ে ছড়িয়ে যেতে পারে
১৯ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৫০
312102
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্যবাদ।
375016
২০ জুলাই ২০১৬ রাত ০৮:০৫
শেখের পোলা লিখেছেন : অবশ্যই উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ এ মহতি ইনফরমেশনের জন্য।
১৯ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৫৮
312103
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্য হলাম-ভাইজান।
আপনার সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করছা।
375031
২০ জুলাই ২০১৬ রাত ১১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ এই উপকারি পোস্টটির জন্য। ফায়ার সার্ভিস এর সাথে ভলান্টিয়ার প্রশিক্ষন নেওয়ার সুযোগ হয়েছিল কলেজ জিবনে। এখন অনেক কিছুই ভুলে গেছি।
১৯ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৫৯
312104
ক্রুসেড বিজেতা লিখেছেন : এক সমুদ্র ভালোবাসা জানবেন। ধন্যবাদ।
377798
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়ে অনেক ভালো লাগলো।
কিন্তু আপনি আগুন নিবানোর জন্য যে সব উপকরণের কথা বলেছেন, তা শুধুমাত্র শহর এলাকায় আধুনিক বিল্ডিং গুলোতে থাকে। উন্নত দেশের প্রতিটি বাড়িতে ফায়ার এক্সটেংগুইশার রাখা হয়। কিন্তু বাংলাদেশের গ্রামে টিন-ছালের ঘরে আগুন লাগলে তার করনীয় কি? ঐখানে তো কোনপ্রকার ফায়ার এক্সটেংগুইসার পাওয়া যাবেনা....ফায়ার সাবিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যাবে!!!
এই নিয়ে একটা কলাম লিখার অনুরোধ রইলো। ধন্যবাদ আপনাকে
২০ জানুয়ারি ২০১৭ রাত ১২:৩১
315388
ক্রুসেড বিজেতা লিখেছেন : দেরীতে রিপ্লে বলে-
এক কথায় ক্ষমা চেয়ে নিচ্ছি,ভাইজান।
সুন্দর মন্তব্যের জন্যে- ধন্যবাদ।
ইনশাআল্লাহ, গ্রাম নিয়ে লেখার চেষ্টা করবো।
381474
২৫ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক কিছু জানলাম। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
০৫ মার্চ ২০১৯ রাত ০৪:১১
318342
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্য হলাম।
দোয়ায় শামিল রাখবেন,ভাইজান।
আপনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File