***> প্রলাপ <***
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ১৮ জুলাই, ২০১৬, ০৮:২৮:৪৯ রাত
আমরা মজলুম
তবে জুলুমবাজ নই।
আমরা শোষিত,
তবু-দানব শোষক নই।
আমরা নিপীড়িত,
তবুও নিপীড়ক হায়েনা নই।
আমরা পিপাসার্ত তৃষ্ণাকাতর;
শালা তোমাদের মতো নই নব্য মীরজাফর!
আমরা বুকে লালন করি আদর্শ-
যুবক হযরত ওমর।
আমরা নব উদ্যমে ফিরবোই!
বিশ্ব নটি বিজাতীয় দালাল কোথায় যাবি তুই?
আমরা ইস্রাফিলের ধ্বংসবিনাশী সর্বনাশা ফুত্কার!
খামচে ধরে মসনদ তোর করে ফেলবো চুরমার!
আমরা হারতে নয় লড়তে জানি,
দেশ মাতৃকার তরে রাখিবো জীবন বাজি।।
------- 18/০7/16
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০
একি কথা শুনি আজ মন্থরার মুখে
পাকপ্রেমী শিবির নাকি দেশ রক্ষা করবে ?
মন্তব্য করতে লগইন করুন