What is 'SWADS' ? সোয়াডস্ কি এবং এদের প্রফেশনাল স্কিল,,,, (গুলশান হামলায় কেন এদের সেনাবাহিনী'র আগে মোতায়েন করা হলো? )
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ০৪ জুলাই, ২০১৬, ১০:১৩:০৯ রাত
আমরা অনেকেই SWADS, Naval
commando,SEAL প্রভৃতি সম্পর্কে সঠিক
জানিনা।আমি আজকে SWADS
সম্পর্কে সহজভাবে সংক্ষিপ্ত
আকারে আপনাদের সামনে তুলে ধরছি।
SWADS হল Special Warfare Diving &
Salvage এর সংক্ষিপ্ত রুপ।
SWADS কে
( ১) Special Warfare এবং
(২)Diving & Salvage এই দুইটি গ্রুপে ভাগ
করা হয়েছে।
Special Warfare গ্রুপকেই Naval commando
group বলা হয়।
Special Warfare তথা Naval commando
group এর কাজ হল যুদ্ধকালীন সময়ে বিভিন্ন
ধরনের Special operation পরিচালনা করা।
Diving & Salvage wing এর কাজ হল ডুবুরী ও
উদ্ধারকার্য পরিচালনা করা।এখানে উল্লেখ্য
যে সকল Special Warfare এর সদস্য তথা Naval
commando হল ডুবুরী কিন্তু সকল
ডুবুরী Commando না। Naval Commando
দেরকে বলা হয় Combat diver আর Diving &
Salvage এর সদস্যদের বলা হয় clearance
Diver।তবে শান্তিকালীন সময়ে Naval
commando রা Clearance Diver
হিসেবে বিভিন্ন উদ্ধারকার্যে অংশগ্রহন
করে থাকে।
Special Warfare তথা Naval commando
group কে তিনটি Branch এ ভাগ করা হয়েছে।
যথাঃ
(1) SEAL(Sea Air And Land)
(2)SBCC(Special Boat Combat Crew)
(3)EOD(Explosive Ordnance Disposal) /
Bomb Disposal.
সর্বপ্রথম নিজেকে Naval Commando
রুপে আত্নপ্রকাশ করার পর commando
দেরকে এই তিনটি Branch এ বিভক্ত
হয়ে Branch ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষন গ্রহন
করতে হয়।Naval commando Basic course
কে সংক্ষেপে NCB এবং বিভিন্ন Branch
ভিত্তিক কোর্সকে Naval Commando
Advance সংক্ষেপে NCA বলা হয়,আবার
Branch ভিত্তিক কোর্সের উপর ডিটেইলস
কোর্সকে Specialist কোর্স বলা হয়।Naval
commando Basic, Advance এবং Specialist
course qualified কে যথাক্রমে ল্যন্স
কর্পোরাল, কর্পোরাল এবং ওয়ারেন্ট অফিসার
পদে পদন্নোতি দেওয়া হয়।
অপরদিকে Diving & Salvage wing এর
অধীনে Clearance Diver-3, Clearance
Diver-2, Clearance Diver-1 কোর্স
পরিচালিত হয়।Clearance Diver
কে সংক্ষেপে CD বলা হয়।
এখানে CD-3,CD-2,CD-1 Course qualified
কে পর্যায়ক্রমে ল্যন্স কর্পোরাল, কর্পোরাল
এবং ওয়ারেন্ট অফিসার
পদে পদন্নোতি করা হয়।
এখানে আরো উল্লেখ্য - যে প্যারাট্রুপিং Naval commando Basic
course এর একটি অংশ অর্থাৎ সকল Naval
Commando হল Para commando।
Naval commando দের para course
Bangladesh Army এর SI & T (School of
Infantry & Tactics) এর অধীনে BPC(Basic
para Course) মাধ্যমে সম্পন্ন হয়।BPC এর
আসন সংখ্যা সীমিত হওয়ায়
সকল Naval commando কে একসাথে para
jump করা সম্ভব হয়নি।এখন পর্যন্ত SEAL এর
বেশিরভাগ সদস্য para course সম্পন্ন করেছে।
পরবর্তী ধাপে SEAL এর বাকি সদস্য সহ
পর্যায়ক্রমে EOD ও SBCC এর commando রা
para jump এ অংশ গ্রহন করবে।এছারাও Naval
commando দের মেধা,যোগ্যতা ও কর্মদক্ষতার
ভিত্তিতে sniper, jump master,free faller
প্রভৃতি কোর্স সমুহ Bangladesh Army সহ
অন্যান্য বিভিন্ন দেশ থেকে সম্পন্ন
করে থাকে।
নৌ বাহিনীর কোন সদস্য যদি Naval
commando Basic course ছারাই Naval
commando group এ include হতে চায়,
সেক্ষেত্রে ঐ সদস্যকে SWADS এর Diving &
Salvage wing থেকে CD-3 এবং বাংলাদেশ
আর্মি থেকে প্যারাকমান্ডো কোর্স সম্পন্ন
করে SWADS এর Special Warfare এর
অধীনে Naval Commando Advance
(SEAL,SBCC OR EOD) কোর্স সম্পন্ন
করতে হবে।
আমরা উপরের উল্লিখিত তথ্যগুলি থেকে জানলাম 'সোয়াডস্' (SWADS) কি,, এবং এদের প্রফেশনাল স্কিল।
এখন কথা/প্রশ্ন হলো: গুলশান হামলার অপারেশনে কেন এদের আর্মির আগে মোতায়েন করা হলো? (পরে অবশ্য সেনাবাহিনীর নেতৃত্বাধীন অপারেশন থান্ডারবোল্ট পরিচালিত হয়েছিল)
-- এ নিয়ে আমার ফেসবুকের এক বন্ধু এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন :
'" গুলশান হামলায় সেনাবাহিনীর আগে নৌবাহিনী কেন মোতায়েন করা হলো? রেস্টুরেন্ট টা কি পানির উপরে ছিলো ? এত্ত মজা কোথায় রাখি,, শুধু মজা আর মজা "'
পয়েন্ট 01*: উপরে সোয়াডস্ (SWADS) এর বর্ণনা এবং বাংলাদেশ সামরিক বাহিনীর সামগ্রিক পেক্ষাপঠ ওবাস্তবতার নিরিখে সোয়াডস্ (SWADS) দেশের ইতিহাসে সবচেয়ে চৌকস,দক্ষ,ভয়ঙ্কর,ক্ষিপ্র এবং আধুনিক প্রশিক্ষিত ও অস্ত্রসস্ত্রে সজ্জিত টিম।
পয়েন্ট 02*: এরা জল,স্হল,আকাশপথ সহ যে কোন প্রতিকূল পরিস্থিতিতে অপারেশন পরিচালনা করতে সক্ষম।
পয়েন্ট 03*: আমেরিকার নেভী সিল টিম এদের চট্রগ্রাম পতেঙায় কর্ণফুলী চ্যানেলের পাশে অবস্থিত ক্যাম্পে এদের প্রশিক্ষণ দেয় নিয়মিত। এবং এর ম্যাক্সিমাম সদস্য আমেরিকা থেকে স্পেশাল কোর্স করা। প্রতি বত্সর আমেরিকান নেভী সিল টিমের সাথে খুব শক্তিশালী ভয়াবহ মহড়া করে থাকে সোয়াডস্ (SWADS) টিম।
পয়েন্ট 04*: যদিও গুলশানের রেস্টুরেন্ট স্থলে ছিলো কিন্তু এর পাশে লেক ছিলো,,, সোয়ডস্ প্রতিটি সদস্য যেহেতু ডুবুরি ও প্যারা কমাণ্ডো সহ অন্যান্য স্পেশাল কোর্স করা এজন্য সার্বিক দিক বিবেচনা করে প্রথমেই সোয়াডস্ (SWADS) দলের সদস্যদের মোতায়েন করা হয়।
পয়েন্ট 05*: বাংলাদেশের সব সামরিক বাহিনীর রুলস্ রেগুলেশন প্রায় একই। বাহিনী ভেদে রীতি নীতি আলাদা ।
সুতরাং - সেনা,নৌ,বিমান বলে বিতর্ক খামাখা না জেনে অজ্ঞতা প্রদশনের নামান্তর,,, যেকোন এক বাহিনীর সাফল্য পুরো সামরিক বাহিনীর অর্জন। তিন বাহিনী পুরো একটি বডির মতো,, একে অন্যের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত,, সবচেয়ে বড় কথা অপারেশন টা ফাইনালি হয়েছে- সেনা কমান্ডের নেতৃত্বে।
------ ধন্যবাদ লেখাটি ধৈর্যসহ কষ্ট করে পড়ার জন্যে।
(বিঃদ্রঃ ভাবার অবকাশ নেই, দলকাণা/মোহ থেকে লেখাটি পোস্ট করেছি,, বিবেকের দাবী থেকে নিজের জানা প্রকৃত সত্য তুলে ধরেছি মাত্র।)
বিষয়: বিবিধ
২২২৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সোয়াডস রা সাগরে জলদস্যুদের দখল করা জাহাজ ও জিম্মি মুক্ত করার জন্য বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত। আর বেসিক কমান্ডো প্রশিক্ষন তাদের ও আছে। গুলশান এর ঘটনাটি সেরকমই তাই তাদের কে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এক সমুদ্র ভালোবাসা জানবেন,, শুভেচ্ছা নিরন্তর ।
বলতে চেয়েছি, এদের যোগ্যতা আছে বলেই মোতায়েন করা হয়েছিলো।
-----ধন্যবাদ ।
আপনি বলতেছেন SWADS এর কথা । আমি তো মনে করেছিলাম এটা SWAT ।
https://en.wikipedia.org/wiki/SWAT_(Bangladesh) এদের কাজ কি ? এরা থাকতে নৌ বাহিনীর আসতে হল কেন ?
যেহেতু SWAT টিম DMP পুলিশ কমিশনারের অধিনস্ত,, বোধহয় উনিই বলাটা শ্রেয় উনার এত ঢাকঢোল পিঠানো ফোর্স থাকতে নেভী ফোর্স SWADS আসতে হলো কেন!
তবে SWAT টিম বেসামরিক প্রশাসনের অধিনস্হ। SWADS চলে সামরিক কমান্ডে এবং এর প্রতিটি সদস্য বাংলাদেশ নৌ বাহিনীর।
আরেকটি মজার বিষয়- আপনার প্রশ্ন দেখে প্রশ্ন জাগেঃ সেনাবাহিনী থাকতে নৌ বাহিনী আসতে হলো কেন ?
আসলে সব কাজ সবাই পারলেও কিছু কাজের জন্য লোকসান এড়াতে স্পেশালিস্ট প্রয়োজন।
পোস্টটি সম্পূর্ণ পড়েনি মনে হয়।
SWADS কেন আসল এর উত্তর খুঁজতেই এই পোস্ট লেখা হয়েছে এবং শেষের দিকে ব্যাখা দেওয়া হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন