***_ বালিকা _***
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২৩ জুন, ২০১৬, ১২:১৯:০২ রাত
ভালো লাগে কল্পনা বিলাসী তোমার মুখের হাসি;
ললনার লাস্যময়ী বিভোর ভাবনায়,
বাঁধ সেধেছে বিজয়ের পাগলামী;
সাধ জাগে মোর-হবো বিভোর-অমৃত সুধার পেয়ালায়।
'
মা আমার মমতাময়ী,
নেই কোন পিছুটান ।
'
বিয়ে না হোক জৈষ্ঠ মাসে...
জেদ ধরেছে বিজয়ী প্রাণ;
তাতেই যত তৃপ্তি-বুঝিবে কি দুলহান।
'
বিশ্ব জয় করিতে পারি-তোমায় সাথে নিয়ে,
জেলের সংগ্রামী তরী-কল্পনা করো জলপরী:
তাতেই স্বর্গ সুখ,যদি হাতে হাত রাখতে পারি।
'
মাস শেষে মাইনে পাবো-ভবিষ্যতের হিসেব কষবো,
নেই কোন পিছু টান,কান পেতে শুনবো ভালোবাসার কলতান।
'
পাওনা শোধের হিসেব চলবে,
গগণ বিশালতা নিয়ে ;
লাভ,ক্ষতির ভাবনা নেই
মীর জাফর থাকবে দূরে।
'
তোমার এলো কেশের গন্ধ শুঁকি,
মাঝ গোধূঁলির পড়ন্ত বেলায়;
তেমাথা পাখার গোঙানিতে মিলায় অপেক্ষার হাহাকার ।
'
ইহাই সময়ের প্রতিধ্বনি ।
'
আকাশ আগের মত নেই,
মাথায় বিজয়িনী মহীয়সী'র নেশা;
রঙিন গ্রহের যোগ্য তারাচাঁদ কপোতের চাওয়া।
'
আমার মন মন্দিরে ঝড় পোহানো তাঁরা,
মিনার তোমায় ভালোবাসে ।।
বিষয়: সাহিত্য
১১৭৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাও একটা ধন্যবাদ দিলাম ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন