বি কেয়ারফুল

লিখেছেন লিখেছেন মিষ্টার শঙ্কু ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪৪:৩৪ রাত

ছোট বেলার একটা কথা ইদানিং বেশি মনে পড়ছে।

যদিও এটা দুষ্টামির ছলে কিংবা কিছুটা হয়রানিতে রাখার জন্য করা হত।

একজন অন্য জনকে উচু কোন জায়গায় উঠতে সাহায্য করা। যেমন - টিনের ছালে উঠার জন্য। মই ধরে, চেয়ার আর মোড়া একটার উপর আরেকটা দাড় করিয়ে নিচে শক্ত করে ধরে রেখে তারপর বলতাম এইবার উঠে পর। আমি শক্ত করে ধরে রাখছি। পড়বি না তুই। আমি ধরছি।

ঠিক যখনই উপরে উঠে দাড়ায় তো তখনই সাথে সাথে নিচ থেকে মই কিংবা যেটা দিয়ে উঠত ঐ বস্তুটা সরায় নিতাম। এইবার নিচে নাচ চলতো দে এবার কেমনে নামবি নাম তুই?আইজ্জা কেমন নামছ দেখমু! কার কথা কে শুনে!

যে মানুষটা উপরে উঠেছে সে কিন্তু আপনার ভরসাতে উঠেছিল। আপনার প্রতি বিশ্বাস রেখে, আপনি তাকে উঠতে সাহস দিয়েছেন বলে সে উঠেছে।

ব্যাপরটা দুষ্টামির ছলে হলেও বর্তমানে অনেকটা বাস্তবিক মনে হচ্ছে।

যার ভরসাতে উপরে উঠেছেন সে আবার আপনাকে ছুড়েও ফেলতে পারে!

বি কেয়ারফুল!!

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359906
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:২৫
শেখের পোলা লিখেছেন : আপনাকে স্বাগতম৷ প্লিজ এমনটি করবেন না৷ করলে নানীকে ডাকুম৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File