আমি আবার এখানে(কবিতা)
লিখেছেন লিখেছেন দিনলিপি ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:২৫:২৭ বিকাল
আর এখানেই আমি একা
হেটে হেটে কিছু পথ
পথে পথে পদচিহ্ন মনের অজান্তেই
আমাকে রেখে যায়।
কেটে যাওয়া সময়ের বাঁকে,
কে যেন আমায় ডেকে ডেকে যায়।
মাঝে মাঝে মন খারাপের-
কিছু কথা কিছু গান অথবা মান- অভিমানের দেয়ালের প্রচীর
ওপাশের অচেনা আকাশে উড়িবার আজন্ম ভীতি।
আমি আবার এখানেই ফিরে আসি,
যেখানে শৈশবের কতটা ঝলমলে দুপুর
কেটে গেছে অবেলায়,
আমারি পাগল মন সেখানেই হেটে যায়।
কল্পনার তার ছিঁড়ে গেলে জনালা খুলে দাড়ায়
নিশ্চুপ দাড়িয়ে থাকা তুরসের দিকে তাকিয়ে
পর্বতের চূড়ায় ধবধবে শুভ্র-তুষারের উপর-
সূর্যের আলো দেখে এক ধরনের ভ্রম তৈরি হয়।
ঠিক যেন বাড়ির পেছনের বিলটাতে-
সূর্যের আলো পড়ায় চিক্ চিক করা ঢেউগুলো।
উপরে ঘন নীল আকাশ আর নিচে রাশি রাশি শাপলার মেলা,
এরি মাঝে ভেলায় চড়ে আমার পথ চলা।
বিষয়: Contest_priyo
১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন