৭ই মার্চ
লিখেছেন লিখেছেন আরোহি হাছান ২১ জানুয়ারি, ২০১৬, ১১:১৭:২৮ সকাল
কমবেশ আমরা সবাই জানি শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ তাঁর বিখ্যাত ভাষণের শেষে জয় বাংলার পর জয় পাকিস্তান বলেছেন।
অনেক আগে এর ভিডিও সহ প্রমাণ দেখেছি।
কিন্তু আজ হুমায়ূন আহমেদ এর জোছনা ও জননীর গল্প বইটির ভিতর তিনি লিখেছেন জাষ্টিক মুহাম্মদ হাবিবুর রহমান ও কবি শামসুর রহমান সহ অনেকেই বলেছে ৭ই মার্চ তার ভাষণ শেষে জয় পাকিস্তান বলেনি জিয়ে পাকিস্তান বলেছেন।
যদিও তাঁরা আওয়ামী ভাবধারার মানুষ।
জিয়ে পাকিস্তান মানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রকাশ করছেন।
আমি যতটুকু জানি জিয়ের হিন্দি শব্দ হচ্ছে জয়, তিনি জয় পাকিস্তান বলেছেন,
কিন্তু তিনি বাংলা ভাষনে জিয়ে হিন্দি শব্দ ব্যবহিত করবে কেন?
আসলে এটা কতটা সত্য?
তিনি কি জিয়ে পাকিস্তান বলেছে? না জয় পাকিস্তান বলেছে?
বিষয়: বিবিধ
৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন