দু:স্বপ্নের রাত........

লিখেছেন লিখেছেন আজাদ আরিফ ০৯ জানুয়ারি, ২০১৬, ০৮:৪০:০১ রাত

ধোঁয়াশার মেঘে আকাশ ছেয়েছে তোমার,

শোনা যায় তার করুণ বীণার সুর।

লাশের মিছিলে লাশ জমছে আজি,

মানবতা- সেতো দূর বহুত দূর।

মানবতা আজি ছিন্ন মাথার খুলি,

ছড়িয়ে ছিটিয়ে রক্ত-মগজ সব।

পিশাচেরা আজি খলখলিয়ে হাসে,

উপভোগ করে বীভৎস এ উৎসব!

প্রভু-

তোমার তরে শহীদ হবার লোভে,

ফাঁসির কাষ্টে যাচ্ছে তারা হেঁটে।

তবুও মোদের নরম ব্যথিত প্রাণ,

শোকের ভারে বুক যায় দেখ ফেটে।

রক্তে আজি ভিজল তোমার মাটি,

চোখের জল কি তার চেয়ে কভু কম?

হৃদয় আজি বেদনার নীলে নীল,

বুকের ভিতর কষ্ট পাহাড়সম।

হে রব-

পাঠাও কোন খালিদ,হামযা,আলী,

ধরবে যারা এই মৃত ধরনীর হাল।

শত্রু বিনাশে ফিরিয়ে আনবে যারা,

সোনালী দিনের সোনালী সে সকাল।

মজলুম আজি ডাকছি তোমায় শোন,

তুলেছি সবাই ভিখেরী এই দু'হাত।

দেয়ালে আজি পিঠ ঠেকেছে মোদের,

ঘুচাও আজি দুঃস্বপ্নের রাত!

বিষয়: সাহিত্য

১৪২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356564
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৩
শেখের পোলা লিখেছেন : '"মজলুম আজি ডাকছি তোমায় শোন,

তুলেছি সবাই ভিখেরী এই দু'হাত।

দেয়ালে আজি পিঠ ঠেকেছে মোদের,

ঘুচাও আজি দুঃস্বপ্নের রাত!"
কবিতা মাশাআল্লাহ দারুন হয়েছে৷ ধন্যবাদ
356565
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৬
আজাদ আরিফ লিখেছেন : ধন্যবাদ ভাই আপনাকে।
356569
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File