টু ডে ব্লগে - দিশেহারা ক্লান্ত নাবিকের আত্নপ্রকাশ।

লিখেছেন লিখেছেন দিশেহারা ক্লান্ত নাবিক ২১ ডিসেম্বর, ২০১৫, ০৮:২১:১১ রাত

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ....

'

প্রায় 3/4 মাস ধরে টু ডে ব্লগের শ্রদ্ধেয় ব্লগার ভাই বোনদের লেখা নিয়মিত পড়ছি। বেশ ভালই লাগে। ব্লগের আন্তরিক পরিবেশ,গঠনমূলক সমালোচনা ও জ্ঞান গর্ভ লেখনি আমাকে খুব টানে । কোন কারণে টু ডে ব্লগে আসা মিস হলে মনে হয় কোথায় যেন অপূর্ণতা রয়ে গেছে। অপূর্ণতা কে পরিপূর্ণ রুপ দিতে এবং আপনাদের সাথে নিজের ধ্যান ধারনা শেয়ার করতে ও জানতে টু ডে ব্লগে আমার যাত্রা ।

আপনাদের গঠনমূলক সমালোচনা,পরামর্শ,ও মতামত একান্ত কাম্য।

আশা করি আপনাদের সাথে পাব।

'

এই পৃথিবীর নগর সভ্যতা বড়ই নির্মম। ক্রমেই মানুষ কে বিচ্ছিন্ন করে দেয়। প্রেম,ভালবাসা,আবেগ,রাগ ক্ষোভ,ভুল ভ্রান্তি এগুলো নিয়ে ই মানুষ। আমি ও এর উর্ধে নই।

,

পরিশেষে - সবার সু স্বাস্থ্য,মঙ্গল,ও দীর্ঘায়ু কামনা করছি।

বিষয়: বিবিধ

৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File