কে ফিরিয়ে দিবে মাহমুদুর রহমানের এই দিন গুলি?

লিখেছেন লিখেছেন সেনহাটি ২৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৩০:২০ রাত

এই মুক্তমনা, অপোষহীন, নির্ভীক, সাহসী, সত্য প্রকাশক "আমার দেশ" পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান হয়তো একদিন মিথ্যা মামলার মুখোশ উন্মোচন করে কারাগারের শৃঙ্খল ভেঙ্গে বেরিয়ে আসবেন। সে দিন হয়তো অদূরে। কিন্তু সরকারের নির্যাতন ও বিনা অপরাধে বছরের পর বছর কারাভোগের পর এই মানুষটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে? পারবে কি আগের মত কলম ধরতে? আসবেন কি সেই মুক্ত মনের হাসি নিয়ে? কে দিবে তার জিবন থেকে হারিয়ে যাওয়া সোনালী দিন গুলি ফিরিয়ে? আরো একটি মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাই।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File