লেখা আহবান
লিখেছেন লিখেছেন অক্ষর ০৬ জানুয়ারি, ২০১৬, ০৪:৩০:০১ বিকাল
দুটি নিয়মিত প্রকাশনা
একটি মাসিক পত্রিকা, মাসিক অক্ষর
অপরটি সাহিত্য সাময়িকী: অক্ষর হাতে খঁড়ি
মাসিক পত্রিকাটি হবে মূলত একটি সামাজিক পত্রিকা । এতে যে সব বিষয়ের উপর নিউজ থাকবে তা হচ্ছে:
১-শিক্ষা খাতে অবদান/ ভূমিকা (ব্যাক্তি পর্যায়ে, প্রতি সংখ্যায় একজন করে)।
২-শিক্ষা প্রতিষ্ঠান পরিচিতি ও অবদান (প্রতি সংখ্যায় একটি করে স্কুল/মাদ্রাসা, থানা ভিত্তিক)।
৩-শ্রেষ্ট শিক্ষক/শিক্ষিকা (থানা পর্যায়ের)।
৪-শ্রেষ্ঠ সমাজ সেবক ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে (প্রতি সংখ্যায় একজন)।
৫-ঝরে পড়া শিক্ষার্থীর কাহিনী (প্রতি সংখ্যায় একজন করে)।
৬-অখ্যাত থেকে বিখ্যাত হওয়ার কাহিনী (বিশ্বের বিখ্যাত ব্যাক্তিদের বিখ্যাত হওয়ার কাহিনী)।
৭-প্রতি সংখ্যায় একটি করে সামাজিক সংগঠনের কার্যক্রমের উপর সচিত্র প্রতিবেদন।
৮-‘অক্ষর হোল্ডার’ ও অক্ষর স্টুডেন্টদের তালিকা প্রকাশ (প্রতি সংখ্যায়)।
৯-শিক্ষার হার প্রবৃদ্ধির পরিসংখ্যান ( থানা শিক্ষা অফিসারের বরাতে)।
১০- একজন সমাজ বিজ্ঞানী বা সমাজ সংস্কারকের উপর প্রতিবেদন।
১১-শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে এমন প্রবন্ধ।
১২-সুযোগের অভাবে পড়তে না পেরে যারা আফসোস করেন এমন একজনের জীবনী(প্রতিসংখ্যায়)।
সাহিত্য সাময়িকী: অক্ষর হাতে খঁড়ি তে মূলত নবীন শিক্ষার্থী ও শিক্ষানবীশ লেখকদের লেখা ছাপানো হবে ।
অধ্যয়ণরত ছাত্রছাত্রী এবং শিক্ষানবীশ লেখকদের লেখাকে অগ্রাধিকার দেয়া হবে। গল্প, কবিতা, ছড়া, রম্য, প্রবন্ধ, ইতিহাস, জীবনী লিখে আপনার বিস্তারিত ঠিকানা এবং ছবিসহ পাঠিয়ে দিন নিম্নঠিকানায়:
লেখা পাঠাবার ঠিকানা:
Facebook: http://www.facebook.com/akkhorfoun.bd
মনোনীত লেখা ক্রমান্বয়ে ছাপানো হবে।
অক্ষর ফাউন্ডেশনের মুখপাত্র হিসেবেই পত্রিকা ও সাময়িকী দুটি বের হবে । অক্ষর ফাউন্ডেশনের লক্ষ-উদ্দেশ্য নীচের লিংকে দেয়া আছে ।
http://www.bd-first.net/blog/blogdetail/detail/11799/Akkhor/72873
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন