স্বাধীন নাকি পরাধীন আমি ?
লিখেছেন লিখেছেন অভিশপ্ত সাহিত্যিক ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৮:৪৬ সকাল
স্বাধীন ! নাকি পরাধীন আমি রূপসী বাংলায় ? পরাধীনতার মাঝে স্বাধীনতার মিছে অভিনয় ! কলংকিত কলেবর কলংকিত দেহ মন , প্রতিবাদ করলেই পড়তে হবে যে লোহার শিকল ! কাপুরুষ তাই আমি শত অত্যাচার সয়ে , পাহাড়সম কষ্ট বুকেতে চেপে রেখে বলে লাজুক হেসে আছি স্বর্গ সুখে পরিবার লয়ে ! বিবেক এখানে দংশিত হয় বার বার বিষাক্ত মানবের অত্যাচারের ছোবলে , বিশ্ব মানবতাকে গলা ফাটিয়ে প্রশ্ন করতে চাই একেই কি স্বাধীনতা বলে ?
বিষয়: সাহিত্য
৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন