শান্তিচুক্তির ১৮ বছর ও লাভ ক্ষতি।
লিখেছেন লিখেছেন অউপজাতীয় ০২ ডিসেম্বর, ২০১৫, ০৭:১০:০১ সন্ধ্যা
শান্তিচুক্তি ১৮ বছর পূর্ণ হলো।এখনো উদ্ধার হয়নি পার্বত্যঞ্চলের অবৈধ অস্ত্র।চলছে খুন,হত্যা,অপহরণ,চাদাবাজি ও সংবিধান লংঘন।
কারো লাভের উদ্দেশ্য ও কারো মনোরঞ্জন,কেউবা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
কি উন্নতি হয়েছে এই বিতর্কিত শান্তিচুক্তির দ্ধারা?
১। বাংলাদেশ থেকে পার্বত্যঞ্চলকে আলাদা করার ষড়যন্ত্র পাকাপোক্ত হয়েছে।
২। বাঙ্গালীদের বাঙ্গালীর জাতীয়তাবাদ থেকে অউপজাতীয় করা হয়েছে।
৩। পার্বত্যঞ্চলে বাংলাদেশের সংবিধান রহিত করা হয়েছে।
৪। সন্তু লারমাকে ৩০ হাজার বাঙ্গালীদের হত্যার পুরস্কার আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান করা হয়েছে।
৫। অবৈধ অস্ত্রের ঝনঝনানী বৃদ্ধি হয়েছে।
৬। চাদাবাজি,খুন,অপহরণ বৃদ্ধি হয়েছে।
৭। বাঙ্গালী ব্যাবসায়ীদের থেকে চাদা না পেয়ে প্রতিষ্ঠানে রাতের আধারে অগ্নি সংযোগ করা।
৮। বাঙ্গালীদের মাঝে বিভেধ সৃষ্টি করা।
৯। উপজাতীয় কোটার মাধ্যমে অউপজাতীয় তথা বাঙ্গালীদের শিক্ষা থেকে পিছিয়ে পড়া।
১০। সরকারি চাকরিতে বাঙ্গালিদের অমুল্যায়ন।
ইত্যাদি। এছারাও আমার আরো ধারাবাহিক লেখাতে আরো বিস্তারিত থাকছে।
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন