(আমার প্রিয় একটি গানের লিরিক্স)
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ খান ১৪ জানুয়ারি, ২০১৬, ১০:৫৯:৪১ সকাল
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করোনা তুমি বাধ- প্রতিবাদ
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
ভুল ছাড়া জীবনে আর কি আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে -২
সেই পথে চলবার শক্তি দিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ মশিউর রহমান লিটন
আমার: ব্লগ স্পট SWEETDREAM
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেয়ার করায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন