আমার অনুভূতি

লিখেছেন লিখেছেন হাফিজহাফিজ ২৫ নভেম্বর, ২০১৫, ১০:৫৩:২৫ সকাল

আমার ভাবতে আর ইচ্ছে করে না,তাই ভাবি না।মনের ভিতর কেন যেন স্মৃতি গুলি বার বার নড়ে চড়ে বসে॥আমি কাঁদি না,তবু কেন যেন চোখের কোনায় পানি জমে।আমি হাসি না,তবু কেন যেন হাস্যজ্জল লাগে॥আমি উচিৎ কথা বলতে চাই না,তবু কেন যেন বের হয়ে আসে।আমি ঘুমোতে চাই,তবু কেন যেন চোখ বন্ধ হয় না॥আমি সাতার জানি,তবু কেন যেন সাগর পাড়ি দিতে পারি না।আমি খাই,তবু কেন যেন পেট ভরে না॥আমি ঘুরিতে বেড়াই,তবু কেন যেন নিজেকে আড়ালে রাখি।আমি নিরাপদে আছি,তবু কেন যেন ভয় লাগে॥আমি শিখতে চাই,তবু কেন যেন শিখার বিদ্যালয় পাই না।আমি দল করতে চাই,কেন যেন সঠিক দল খুজে পাই না॥ইত্যাদি ভাবনায় আমি আজ ব্যাকুল দিশেহারা,কেন যেন মনে হয়ে আমি আর বেশি দিন বাঁচবো না, মরে যাবো॥আমি মরবো, তবে কেন যেন মনে হয় আল্লাহ আমাকে মুসলিমদের তালিকায় অন্তর্ভুক্ত করবেন, নাকি অমুসলিম হিসাবে কবুল করবেন॥@তাই আমি হিন্দুও না মুসলিমও না@

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File