ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি

লিখেছেন লিখেছেন সুনিল০৮ ২৪ নভেম্বর, ২০১৫, ১১:০৬:১১ সকাল

পাসপোর্ট সাইজের ছবি বানাতে কত খরচ করেন?

প্রতি ছবি ৮ টাকা??

আমি যদি বলি ১০ টাকা দিয়ে ৬ টা পাসপোর্ট ছবি করা যায়।

আর ২৪ টা স্ট্যাম্প করতেও লাগে ১০ টাকাই !!

আরও যদি বলি নীলক্ষেত প্রিন্ট না একদম অরিজিনাল গ্লোসি পেপারে প্রিন্ট তাহলে কেমন হয়??

আসুন কিভাবে করবেন চুপিচুপি বলে দেই!!

যা লাগবে

১. এডোব ফটোশপ সিএস

(আগের ভার্সন দিয়েও হবে, অন্তত ফটোশপ ভার্সন ৪ !)।

২. আপনার ছবির একটা স্ক্যন করা / ডিজিটাল কপি।

১ম ধাপ

৬ টি পাসপোর্ট ছবির জন্য

১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।

; line 1, page size

M 101.6 152.4 0

; line 2, description

6P

; line 3 – n, drop zones

4.3 3.3 40.0 50.0

4.3 56.3 40.0 50.0

47.3 3.3 50.0 40.0

47.3 46.3 50.0 40.0

4.3 109.3 50.0 40.0

57.3 99.1 40.0 50.0

২. এবার ফাইলটা সেভ করেন 6P.txt নামে।

৩. 6P.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।

___________

৫ টি পাসপোর্ট আর ৪ টি স্ট্যম্পের জন্য

১ম ধাপ থেকে….

১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।

; line 1, page size

M 101.6 152.4 0

; line 2, description

5P+4S

; line 3 – n, drop zones

4.3 3.3 40.0 50.0

4.3 56.3 40.0 50.0

47.3 3.3 50.0 40.0

47.3 46.3 50.0 40.0

4.3 109.3 50.0 40.0

56.5 97.8 20.0 25.0

56.5 124.3 20.0 25.0

78.1 97.8 20.0 25.0

78.1 124.3 20.0 25.0

২. এবার ফাইলটা সেভ করেন 5P+4S.txt নামে।

৩. 5P+4S.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।

২য় ধাপের বিস্তারিত অংশে Layouts: 5P+4S সিলেক্ট করুন।

____________________

২৪ টি স্ট্যম্প সাইজ ছবির জন্য

১ম ধাপ থেকে….

১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।

; line 1, page size

M 101.6 152.4 0

; line 2, description

24S

; line 3 – n, drop zones

2.0 1.8 20.0 25.0

24.5 1.8 20.0 25.0

2.0 28.3 20.0 25.0

24.5 28.3 20.0 25.0

2.0 54.8 20.0 25.0

24.5 54.8 20.0 25.0

2.0 81.3 20.0 25.0

24.5 81.3 20.0 25.0

47.0 4.5 25.0 20.0

74.5 4.5 25.0 20.0

47.0 27.0 25.0 20.0

74.5 27.0 25.0 20.0

47.0 49.5 25.0 20.0

74.5 49.5 25.0 20.0

47.0 72.0 25.0 20.0

74.5 72.0 25.0 20.0

2.0 107.8 25.0 20.0

28.8 107.8 25.0 20.0

2.0 129.3 25.0 20.0

28.8 129.3 25.0 20.0

56.3 94.5 20.0 25.0

78.8 94.5 20.0 25.0

56.3 122.0 20.0 25.0

78.8 122.0 20.0 25.0

২. এবার ফাইলটা সেভ করেন 24S.txt নামে।

৩. 24S.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।

২য় ধাপের বিস্তারিত অংশে Layouts: 24S সিলেক্ট করুন।

______________________

৬টি ডিভি (ইউএসএ ভিসা স্ট্যন্ডার্ড) সাইজের ছবির জন্য

১ম ধাপ থেকে….

১. নিচের লাইন গুলি কপি করে নোটপ্যডে হুবহু পেস্ট করুন।

; line 1, page size

M 101.6 152.4 0

; line 2, description

6DV

; line 3 – n, drop zones

0.0 0.0 50.0 50.0

50.0 0.0 50.0 50.0

0.0 50.0 50.0 50.0

50.0 50.0 50.0 50.0

0.0 100.0 50.0 50.0

50.0 100.0 50.0 50.0

২. টেক্সট ফাইলটি সেইভ করুন 6DV.txt নামে।

৩. 6DV.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।

২য় ধাপের বিস্তারিত অংশে Layouts: 6DV সিলেক্ট করুন।

______________________

বি:দ্র: যারা ফটোশপ ৪ থেকে ৬ ভার্সন ব্যবহার করেন উপরের মানগুলিকে তাদের ১০ দিয়ে ভাগ করে নিতে হবে। অর্থাৎ দশমিকগুলি এক ঘর আগে আনতে হবে। ফটোশপের পুরানো ভার্সন গুলি সেমি স্কেলে আর এখানে দেয়া হয়েছে মিমি স্কেলে।

যাদের পোর্টেবল ভার্সন…

আপনার ফটোশপ যেখানে রাখা ওই ফোল্ডারে Presets>Layouts নামে একটা নতুন ফোল্ডার খুলুন। অত:পর ওইখানে .txt ফাইলটি কপি পেস্ট করুন। পোর্টেবলেও হয়।

২য় ধাপ

১. এবার ফটোশপে আপনার ছবির ফাইল ওপেন করেন।

২. প্রয়োজনীয় এডিট শেষ করেন। যেমন – ব্রাইট, কনট্রাস্ট, লেভেল, কালার, প্যাচের কাজ ইত্যাদি। (খোমাখানা যতটা সম্ভব সুন্দর করে নেন এই সুযোগে!! তবে চেহারা পাল্টানো যাবে না !)

৩. এবার ছবিটা (width; height) 40X50 mm, 300 Pixels/Inch সাইজে ক্রপ করেন। মার্কিন ভিসার জন্য ছবি হলে ক্রপ করুন 50X50 mm, 300 Pixels/Inch সাইজে।

৪. এবার হইল আসল যাদু। Photoshop উইন্ডোতে File>Automate>Picture Package এখানে যান । কি দেখলেন?!?

আরও বিস্তারিত বলি…

আপনার ক্রপ করা ফাইলটি Frontmost Document (সবচেয়ে সামনের উইন্ডো) হিসেবে রেখে Photoshop মেনু থেকে File>Automate>Picture Package এখানে যান । সামনে আসা উইন্ডোতে নিচের মান গুলো মিলিয়ে নিন।

Source Images>Use: Frontmost Document

Document> Page size: 4.0X 6.0 in; Layout: 6P; Resolution: 300 pix/Inch; Mode:RGB

৫. OK দিয়ে কাজ শেষে ফাইলটা JPEG Format সেভ করেন। আমি quality maximum দিয়ে সেভ করি! তবে খেয়াল রাখবেন উপরের রেজুলেশন 300 pix/Inch এর বেশি দেবেন না। তাহলে ল্যবে প্রিন্ট করতে অসুবিধা হতে পারে। আসলে 72 pix/Inch হচ্ছে যথেষ্ঠ এবং স্ট্যন্ডার্ড !!

৩য় ধাপ

আর কি!! ফাইলটা এবার ল্যবে নিয়া যান । বলবেন 4R সাইজে প্রিন্ট করতে। অনেক ল্যবেই প্রিন্ট করতে চায় না। একটু খুজে নিতে হবে। ঢাকায় বেশিরভাগ দোকানেই প্রিন্ট করে। আমার এলাকায় প্রতি 4R ছবি ৭ টাকা । কমপক্ষে ৫ কপি 4R অর্ডার করতে হয়। কাজ শেষে সুন্দর করে কেটে নেন। আর মনে মনে হিসাব করেন দোকানদাররা আগে আপনারে কত বাশ দিয়েছে! এখন আপনে কত দিচ্ছেন!

ছবি কাটার জন্য

ছবি গুলো সুন্দর ভাবে কেটে নেয়া একটু কঠিন। 4R ছবিটি কাচের উপর রেখে স্টীলের স্কেল দিয়ে সঠিক স্থানে ধরে এন্টিকাটার দিয়ে টান দিন। দেখবেন কত সুন্দর কেটে গেছো । এত কিছু না থাকলে একটা বড় কাচি ত আছে নিশ্চয়ই! আর না হলে হাত দিয়ে ছিড়ে নিন !! মনে রাখবেন, ল্যবের লোকজন এমনিতেই আপনার উপর খ্যপা থাকবে, সুতরাং ভুলেও ওদের কেটে দিতে বলবেন না! ঝাড়ি খাবেন!!

যারা বাংলাদেশের বাইরে ভিন্ন পাসপোর্ট স্ট্যন্ডার্ড ফলো করেন এবং যারা 3R বা A4 বা অন্য সাইজে করতে চান তাদের জন্য….

Photoshop রান করেন….

file> automate> picture package এর layout ঘরে edit layout click করেন। এখান থেকে আপনি আপনার সুবিধামত নতুন টেমপ্লেট তৈরি করতে পারবেন। এতে ছবির সংখ্যা পাল্টে যাবে। যেমন 3R এ হবে মাত্র ৪ কপি! ছবির স্ট্যন্ডার্ড সাইজ জানার জন্য বাংলাদেশ পাসপোর্ট সাইট ভিজিট করুন। আর বাংলাদেশের বাইরে যারা নিজ নিজ দেশের পাসপোর্ট স্ট্যান্ডার্ড দেখে নিন ।

শেষ হয়নি এখনও….আরও সহজ একটা উপায় আছে কিন্তু!!

এই সাইটে( http://www.epassportphoto.com)

দেখুন ব্যপারটা কত সহজ !

এই সাইটে কান্ট্রি প্রোফাইলে আলবেনিয়া সিলেক্ট করেন (৪X৫ cm)। কারণ বাংলাদেশের পাসপোর্ট স্ট্যন্ডার্ড ওখানে আলাদাভাবে উল্লেখ নাই। আলবেনিয়ার সাথে বাংলাদেশের পাসপোর্ট স্ট্যন্ডার্ডের মিল আছে ! তবে এই পদ্ধতিতে একটা ছবি কম হবে। সেই জায়গায় ওরা এ্যড দেয়। আবার ছবি গুলোও খুব কাছে কাছে । কাটতে অসুবিধা হবে।

3R ছবির জন্য:

; line 1, page size

M 88.9 127.0 0

; line 2, description

4P

; line 3 – n, drop zones

4.4 13.5 38.0 48.0

4.4 65.5 38.0 48.0

46.5 13.5 38.0 48.0

46.5 65.5 38.0 48.0

লিখুন । আর সাইজ ৩.৫ ই সিলেক্ট করুন ।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File