একজন মরণজয়ী সালাউদ্দীন

লিখেছেন লিখেছেন মুফতি আইয়ুব ধর্মপুরী ২২ নভেম্বর, ২০১৫, ০৪:৫৫:৩০ বিকাল

গতরাত ১২.৫৫ মিনিটের সময় ফাসি হয়েছে জনাব সালাউদ্দিন কাদের চৈধুরীর। এভাবে সবাইকে একদিন চলে যেতে হয়। চলেও যায়। তবে রয়ে যায় তার কর্ম। ভাল বা মন্দ। তবে পাঠক আমি আজ যতটুকু না মিছ করছি সাকা সাহেব মরহুমকে। তার চেয়ে বেশি মিছ করছি ইতিহাসের আরেক সালাউদ্দিনকে যিনি পরিচিত ছিলেন সালাউদ্দিন আইয়ুবী নামে। যার মিশন ব্যর্থ করতে চারদিকে শত শত শত্রুর ফাদ পাতা ছিল। কিন্তু তিনি সকল চক্রান্তের জাল ছিন্ন করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। যায়নবাদি ইয়াহুদিদের হাত থেকে পুনরুদ্ধার করেছিলেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। মুসলিম সম্প্রদায় তার মৃত্যুর মধ্য দিয়ে আবার হারিয়ে ফেলে সে সম্পদ। যা আজো পুনরুদ্ধার সম্ভব হয়নি। সালাউদ্দিন আইয়ুবি ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে। কিন্তু মুসলিম উম্মাহ'র অন্তর থেকে তাকে মোছা যাবেনা। কারন তিনি মৃত্যুঞ্জয়ি ছিলেন।

যারা মানুষের হৃদয়ে বাস করে তারা মরেনা। তাদের মেরে ফেলা যায়না।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File