বহুরুপী ভূল
লিখেছেন লিখেছেন ওমর ফারুক ওমানী ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৬:০৭ সন্ধ্যা
২০১৪ সালের ৫ই জানুয়ারী বিএনপি তথা ২০ দলীয় জোটকে নির্বাচনে আনার জন্য সরকারী দল আওয়ামী লীগ সর্বচেষ্টা করেও বিএনপি তথা ২০ দলীয় জোটকে নির্বাচনের মাঠে আনতে পারেনি. তত্ত্বাবধায়ক ইস্যুতে অনড় ২০ দলীয় জোট নির্বাচন।বর্জন করায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচন করে এবং সরকার গঠন করে চারিদিকে রব উঠে ২০ দলীয় জোট নির্বাচনে না যাওয়ায় তাদের আম ও ছালা দুটাই গেছে খোদ ২০ দলীয় জোটের মধ্যে এর পক্ষ বিপক্ষ নিয়ে নিদারুন বিতর্ক ছিল যা এখনো বিদ্যমান যাই হোক ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনে ২০দলীয় জোট না যাওয়ায় ক্ষতি হয়েছে এটা মাথায় রেখে ২৮শে এপ্রিল সিটি নির্বাচনে যাবার সিদ্ধান্ত নেয়. ২০দলীয় জোট নির্বাচনে আসায় সবাই স্বাগত জানাল. দূঃখজনক হলেও সত্যি শেষ পর্যন্ত নির্বাচনে না থেকে নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে. আবারো আফসোসের ঝড় উঠল এই বলে বিএনপি তথা ২০ দলীয় জোট নির্বাচনের শেষ মূহুর্ত পর্যন্ত না থেকে পালিয়ে গেল কেন ? ভূল, মস্ত বড় ভূল করেছে বিএনপি তথা ২০ দলীয় জোট.. যাই হোক সেই ভূল শোধরানোর লক্ষ্যে তারা এবার পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ না এনে শেষ সময় পর্যন্ত নির্বাচনের ময়দানে থেকে পুরো দিন অতিবাহিত করে ২০ মেয়র পদে জয়লাভ করে আর আওয়ামীলীগ ১৮০টি মেয়র পদে জয়লাভ করে . এবারও কিন্তু ভূল ধরিয়ে দেওয়া মহান ভাইয়েরা বিএনপিকে তুলোধুনা করতে ছাড়লেন না. তাদের যুক্তি হলো যেহেতু নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে জেনেও নির্বাচন বর্জন না করে নির্বুদ্ধিতার পরিচয় কেন দিল ? আমি একজন প্রবাসী বাংলাদেশী ২২ বছর ধরে বিদেশে আছি ২/৩ বছরে একবার দেশে গিয়ে ৩/৪ মাস থেকে আবার প্রবাসে ফিরে আসি. আমি কোন রাজনীতি না করলেও এটা বুঝি দ্বিমুখী অথবা ত্রিমুখী নীতিতে কোন দলের জন্য যেমন ভয়ঙ্কর তেমনি সমাজ ও রাস্ট্রের জন্যও এই বহুরুপীরা সর্বদা বিপদজনক.. এই ভূল ধরার পন্ডিতদের কাছে প্রশ্ন বিএনপি আওয়ামী লীগ অথবা যেকোন রাজনৈতিক দল কোন ভূলটা না করলে তা আপনাদের কাছে ভূল হিসাবে বিবেচিত না হয়ে নির্ভূল বলে বিবেচিত হবে ? সবাইকে নববর্ষের শুভেচ্ছা... মোহাম্মদ ওমর ফারুক . বু আলী জালান. সালতানাত অফ ওমান ..
বিষয়: বিবিধ
৭৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন