আজ ও স্বাধীনতা কে খুজি ফয়েজ আহম্মেদ

লিখেছেন লিখেছেন আজ ও স্বাধীনতা কে খুজি ফয়েজ আহম্মেদ ০১ নভেম্বর, ২০১৫, ১২:১৮:৩৫ রাত

দিক হীন রথে

ফয়েজ আহম্মেদ (দুবাই থেকে)

লোনা খুনের স্রোত ক্রোধ জাগায় মনে।

আর্তনাদে হৃৎপিণ্ড চৌচির

অট্ট হাসিতে কিটের দল

দিক হীন রথে আগতও ওয়াক্ত

ধরায় এক ছিলতে উরব ভুমি

ঢেকে খেছে আগাছার দখলে

গলা দেহের গন্ধে অশুদ্ধ বাতাস

লুটারদের পদতলে পিষ্ট

আকৃতি হীন ঝিনুকের খোসা নদের তটে।

একশ এক টা লাশের গোড় খুদলে জান্নাত জুটে\

জংলার লাস টা গন্ধ আবধি ছড়ালো দৃষ্টর অপেক্ষায়।

কারো তাড়া হুড়ো নেই

এ বেচারা কে চিরো চেনা অচিন দেশে যেতে হবে

আত্ম বিশ্বাস হারাতে বসেছে কেড়ে আনা কিসারাও

সোনা মাখা রদ্রের আলিঙ্গনে সোনালী পলাদী

বুঝি গোলায় উঠবে না আর।

আত্ম শোরে ফাটে যেন সারি সারি মুক্তির কবর।

সেথায়ও ছুটে যেন উম্মাদ হায়নার দল।

ফায়দা লুটতে অবিচল

মানবতার মুখে বুলি মানবকেই দেয় বলী।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File