এই জীবন ভালোবাসা আর ফেলে আসা সময়েরা

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী হাসান ৩০ অক্টোবর, ২০১৫, ১২:১৬:৩৮ দুপুর



জীবনের সংজ্ঞা কি হতে পারে? কিছু সময়ের সমষ্টি!

না এদিকে যাচ্ছি না। সংজ্ঞা নিয়ে মাথা ব্যাথা আমার নেই

আমি বলতে চাচ্ছি জন্মের পর থেকে মৃত্যর পূর্ব পর্যন্ত

বিচিত্র এই সময়টুকুর কথা।

ধীরে ধীরে জীবন ছায়া পূর্ব দিকে ঢলে পড়ছে।হঠাৎ

করে একদিন সবার অজান্তেই হয়তো প্রাণ-সূর্য অস্তমিত

হয়ে যাবে।তাহলে জীবন এবং মৃত্যর মাঝের এই সময়টুকু,

ব্যস্ত জীবনের কোলাহল সবই কি সপ্ন! পাওয়া-না পাওয়ার

দোদুল্যমান খেলা,আলো আধারের ছিনিমিনি,ভালবাসা ও

ঘৃণা পাথরের ঘাত- প্রতিঘাত কখনও

জীবনকে করেছে সমবৃদ্ধ আবার কখনও মলিন।টক ঝাল মিষ্টির

পরিবর্তনশীল স্বাদে পরিপূর্ণ এই জীবন

কখনো হয়েছে আনন্দ ও নিরানান্দময়।

ক্ষুদ্র এই জীবনে কত মানুষের সংস্পর্শেই না এসেছি।

কাউকে কাঁদিয়েছি আবার কেউ কাঁদিয়েছে।কাউকে

আকড়ে ধরেছি ভালবাসার বন্ধনে আবার

কাউকে সরে দিয়েছি ঘৃণা ভরে।কত কাছের মানুষ

পাড়ি দিয়েছে না ফেরার দেশে।তাদের বিয়োগ ব্যাথায়

জীবন হয়েছে পরিপ্লুত।অত্যন্ত কাছের

মানুষকে না দেখতে পাওয়ার ব্যদনাও এর মাঝে শামিল।কালের

স্রোতে গা ভাসিয়ে কত চেনা মুখই না চলে গেল পরপারে।

তাদের কথা মনে করে কত অশ্রু বিসর্জন দিয়েছি। কত সৃতির

ডালা-ই না তারা রেখে গেছে।মনের মানসপটে যখন

সেগুলো ভেসে উঠে তখন মিথ্যা মনে হয় জীবনের এই

আনন্দ। আমরাও একদিন চলে যাব সুন্দর এই

বসুন্ধরা থেকে এক নিশ্চিত গন্ত্যেবের দিকে।

তাইতো কবি বলেছেন,

"ভেবে দেখ ওরে মন এই সংসারের পান্থশালা,

একদল আসে হয়, অন্যদল চলে যায়,

স্বার্থপূর্ণ এ জীবন দুদিনের খেলা।"

এই জীবনে পেয়েছি অনেক, না পাওয়াও কম নয়।আসল

পাওয়া হবে যদি পরকালের জন্য কিছু পাথেয় সংগ্রহ করতে পারি।

এই ধরণীর কোলাহল,হাসি-কান্না, ইট-পাথরের সভ্যতার

মাঝে খুজে পাওয়া সুখের ছায়া টুকু ও মিথ্যা যদি কঠিন বিভীষিকাময়

ছায়াহীন সেই প্রান্তরে একটু ছায়ার সন্ধান না পাই।আল্লাহ

আমাদের সকলকে জান্নাতের পথে চলার তাওফীক দিন।

আমীন।

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File