হেফাজত' নেতৃবৃন্দের প্রতি খোলা চিঠিঃ আওয়ামী দালালদের বিষয়ে সতর্ক হোন।
লিখেছেন লিখেছেন মোস্তফা কামাল ফয়সাল ০৮ জানুয়ারি, ২০১৬, ১২:২১:২৫ রাত
- এ দেশের জমহুর বা মূলধারার আলেম সমাজ বিএনপি' নেতৃত্বাধীন জোটকে অধিক নিরাপদ হিসেবে সমর্থন করে। কিছুু সুবিধাবাদী আলেম- গতকাল ঢাকায় কনভেনশনের মাধ্যমে (সরকারি সুযোগ-সুবিধা ও প্রলোভনে) বিএনপি' নেতৃত্বাধীন ঐতিহাসিক জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়-
তারা নিশ্চিত ধরে নিয়েছে বিএনপি' ক্ষমতায় আসবেনা; আর কত অপেক্ষা?
যারা সরকারি সুযোগ-সুবিদার লোভে 'নিজেদের আদর্শ'কে বিক্রি করে হলেও স্বীয় স্বার্থ অর্জনকে প্রাধান্য দিতে পারে-! তাদের বিষয়ে বাংলার মূলধারার আলেম সমাজ ও সাধারণ মুসলমানগণ ১০০% সজাগ।
যে লালবাগ মাদ্রাসার নেতৃত্বই হেফাজত'কে শাফলা চত্বরে হেফাজত'কে গণ মানুষের নিকট প্রশ্নবিদ্ধ করেছে; ওরাই- নয়া চমক নিয়ে হাজির হয়েছে: ডানব্লকের বৃহত্তম জোট ভাঙ্গতে। তাদের নয়া লাগাম বা রিমোট' নিশ্চিত বঙ্গভবন/গণভবনে।
দুঃখ জনক হলেও সত্য- যে, হেফাজতের সিনিয়র নায়েবে আমীর, বায়োবৃদ্ধ প্রবিন আলেমে দ্বিন, বাবুনগর চট্টগ্রম মাদ্রাসার রেক্টর- আল্লামা মুহিব্বল্লাহ বাবুনগরিকে হয়তো (মিথ্যা-ভুয়া) প্রভাবিত করে 'দালালদের কথিত কনভেনশ'নে হাজির করেছেন। যা নিতান্তই দুঃকজনক। যিনি- সালাহ উদ্দিন কাদের চৌধুরীর জানাজার ইমামতি বে-নজির' হয়েছেন, আসলে তিনি একজন সাদাসিধে আপোষহীন আলেম।
- দালালী কনভেনশনে হেফাজত' আমীরের লিখিত শুভেচ্ছা বাণী পাঠ করে তাদের নয়া আওয়ামী মিশনে "হেফাজত সংশ্লিষ্টতার ইংগিত করা হয়েছে।
এভাবে তারা হেফাজত'কে পুণঃ ডুবাবে!
অতএব হেফাজতের শীর্ষ নেতৃত্ব বিষয়টির গুরুত্ব অনুধাবন পূর্বকঃ আগামির ময়দানে সতর্ক পদক্ষেপ গ্রহণ করবে। এটিই সময়ের প্রত্যাশা। ধন্যবাদ- সকলকে।
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন