মৌলিক বিষয়গুলোতে জাতিকে এক্যবদ্ধকর। Unify the Nation on the Basic Ideals

লিখেছেন লিখেছেন মাবরুক ২১ অক্টোবর, ২০১৫, ১০:২৬:০২ রাত

সুদীর্ঘ অতীত থেকে জাতি কিক্ষিপ্তরুপে চালিত হয়ে আসছে, তাই আর নয় এবার জাতিকে মৌলিক বিষয়ে একত্রিত করতে হবে।

আর মৌলিক কতগুলো বিষয় আছে যাতে কোন দ্বীমত পোষন করা যায় না।

* বিশ্বের দরবারে বাঙ্গালী জাতি সত্বাকে সম্মানিত মর্যাদা অর্জন করতে হবে। স্বাধীন জাতি হিসেবে নিজেদের মূল্যায়ন নিজেদেরকে করতে হবে। নিজ দেশে যারা পার্টিগত , দলগত , সাম্প্রদায়িক দিক থেকে জাতি নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করছে এবং তারা বিশ্ব সম্পর্কে অনুমান করতে পারে না্ যে, বিশ্বে সকল জাতির কাছেই নিজের জাতিয়তা বড় বিষয়। সকল কিছু জাতিয়তার ভিত্তিতে দেখা হয়।

বিষয়: রাজনীতি

৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File