আভিজাত্য ও বিদ্বেষের বিরুদ্ধে ইসলামের জিহাদ

লিখেছেন লিখেছেন ভাঙা মিনার ১৮ অক্টোবর, ২০১৫, ১০:৩৪:০৯ রাত

কুফর ও শিরকের পর বংশীয় ও স্বাদেশিকতা ভিত্তিক আভিজাত্য ও হিংসা-বিদ্বেষই হচ্ছে ইসলামের মহান দাওয়াত ও আন্দোলনের সর্বশ্রেষ্ঠ শত্রু। এ কারণেেই শেষ নবী তাঁর ২৩ বছরের নবুওয়াতের জীবনে কুফরের পর সর্বাপেক্ষা বেশী জিহাদ করেছেন আভিজাত্য ও হিংসা-বিদ্বেষের এ জাহিলিয়াতের বিরুদ্ধে---এটাকে চিরতরে নির্মুল করার উদ্দেশ্যে।হাদিস ও জীবনেতিহাসের যাবতীয় গ্রন্থাবলী খুলে দেখলেই উক্ত কথার সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। নবী করিম সঃ মানুষের রক্ত, মাটি, বর্ণ, ভাষা এবং উচু নিচুর পার্থক্যকে যেভাবে নির্মুল করেছেন, মানুষের পারস্পরিক বিরোধ বৈষম্যেের অস্বাভাবিক ও দুর্ভেদ্য প্রাচীর চূর্ণ করেছেন এবং মানুষ হিসাবে সমগ্র মানবজাতিকে সমান ও একীভূত করেছেন, তা চিন্তা করলে সত্যিই বিস্ময়ের সীমা থাকে না।

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File