জনাব রেজা সাহেব ছাত্র শিবিরের ৮২'র ক্রান্তিকাল নিয়ে এমন এক সময় লিখলেন যখন হাজারো ক্রান্তিকাল অতিক্রম করে ছাত্র শিবির আরেক কঠিন ক্রান্তিকাল অতিবাহিত করছে আর বাংলার বুকে ইসলামের উজ্জ্বল নক্ষত্র রূপে প্রতিষ্ঠিত হয়েছে.....!!

লিখেছেন লিখেছেন তৌহিদুল মিনহাজ ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৪:৪৫ সকাল

১)রেজা ভাইয়ের কথা গুলো সত্য মনে হলেও কিছু সত্য উনি গোপন করেছেন,যা মারাত্নক।

২)৭১ এ জামায়াতের ভূমিকা না জেনেই যেমন উনারা সিপি,সিজি হয়েছেন তেমনি ৭১ এ তোয়াহা বিন হাবিব,,ওবাউদুল্লাহ বিন মজুমদার, মাওলানা ইসহাকের স্বাধীনতা বিরোধী ভূমিকা না জেনেই কি খেলাফত মজলিশে যোগ দিয়েছেন?আজব না...!!??

৩)উনার কথা শুনলে মনে হচ্ছে তিনি কিছুই জানেন না,অথচ উনি তৎকালিন সে.জি,কা.পরিষদ সদস্য।

৪)জামায়াতের এক সদস্য বৈঠকের কথা বলেছেন,সেটা কি??আর যদি শব্দটা সহযোগী সদস্য হয় তবে তাদের বৈঠকে কি এত গুরুত্তপুর্ন আলোচনা হবে??তার উপর জামাত বিষয়টা গোপন রাখতে চাইছিল??

৫)উনি জামায়াতের গোলামি করতে পারবেন না তাই চাকরি নেন নি বলে ক্রেডিট নিয়েছেন,কিন্তু খেয়াল করলে দেখবেন উনি প্রস্তাব রিজেক্ট করার কিছু দিন পরই লন্ডন চলে যান,এই চলে যাওয়া তো হুট করে সম্ভব নয়,উনি তো জানেন কিছুদিন পর লন্ডন চলে যাবেন তাই চাকরিটা নেন নি।অথচ এখন ভাব নিয়ে নিলেন।যদিও তিনি নিজেই বলেছেন জামাতের বিভিন্ন জায়গায় চাকরির জন্য উনি চেষ্টা করেছেন।

৬)উনি আর কাদের ভাই একটা গ্রুপিং করেছিলেন, দুইজনই যুব শিবির করতে চেয়েছিলেন,তাই কাদের ভাই সিপি হয়েই উনাকে সে.জি করেন।উনি বলেন অন্য সব সে,জি,সিপি জামায়াতের সিলেক্টেড, অথচ কাদের ভাই আর উনার মনোনয়ন কিভাবে সেই কালিমা থেকে রক্ষা পেল??

৭)উনার কথা অনুযায়ী তো উনি নিজেই প্রায় বিশ বছর ভুল সংগঠন করেছেন,সাথে হাজার হাজার ছাত্রকে এই সংগঠনে এনে বিপথগামী করেছেন,এর দায়ভার উনি নিবেন??তাছাড়া অধ্যাপক সাহেবের রায়ে উনাদের বহি:স্কার না করা হলে তো উনারা এখনো এই সংগঠন করতেন।

৮)শিবিরের এখতিয়ার তো শুধু ছাত্রদের উপর খাটবে,তাহলে এই সংগঠন কি করে যুব শিবির নামে আরেকটা মুরুব্বি সংগঠন সৃষ্টি করে??এটা তো শুধু জামায়াতের কাজ,উনারা জামাতের লেজুর হতে চান নি অথচ শিবিরের পর কেউ যাতে নিষ্ক্রীয় না হয়,তাই এই ব্যবস্থা নিয়েছেন...!!

৯)যুব শিবির জামাতের লেজুর না হলেও খেলাফত মজলিশের ঠিকই লেজুর হয়েছেন।উনারা যদি ভাংগার খেলা না খেলতেন তবে যুব শিবিরকে বিলুপ্ত করে মজলিশে যোগ দিতেন না,জামাতে আসতেন।ছাত্র মজলিশ কি খেলাফত মজলিশের অংগ সংগঠন নয়??অথচ ওখানে বিষয়টা মানতে পারলেও জামাতের এখানে পারেন নাই??

‪#‎সর্বশেষ‬ বলতে চাই - কোন বেপর্দা লোক যদি আমাকে পর্দার ব্যাপারে নসিহত করে,যদিও আমার পর্দা ঠিক আছে তখন তাকে ঠেস দিয়ে কথা বলার অধিকার হয়তো আমার আছে,তাও তার প্রতি সময় না দিয়ে নিজেকে আরো বেশি পিউরিফাই করব-এটাই শিবিরের আদর্শ।।

.

তাই আপনাদের ধন্যবাদ-

মি: ফরিদ রেজা

মি: আব্দুল কাদের

.....গং....

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File