#NoVatOnEducation আন্দোলন, এসি রুম থেকে রাজপথ, প্রজন্মের সাভাবিক বিবর্তন।।

লিখেছেন লিখেছেন বিনতে আদেল ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩১:২০ সকাল

#NoVatOnEducation শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলনের অনন্য নযীর স্থাপন করেছে। বেসরকারি বিশ্ব বিদ্যালয় ও মেডিকেল কলেজ গুলোতে সবার ধারনা ছিল টাকার কুমির আর হাইব্রিড পোলাপান পড়া লেখা করে। বর্তমান

#NoVatOnEducation আন্দোলনের ফলে দেশবাসী জানতে পারছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়া শিক্ষার্থী দের জীবন ধারা ও পড়ার সংগ্রামের কথা।

কিছু ধনীর দুলাল পড়ে ঠিক আছে, আগে যারা বিদেশ যেত পড়তে।

বাকি অংশ টিওশুনি থেকে শুরু করে পার্ট টাইম, ফুলটাইম, কাজে জড়িত।

ওদের মেধাহীন হিসাবে অবমূল্যায়ন করার এখন কোন সুযোগ নেই বিগত বি সি এস গুলোতে ওরা তার প্রমান রেখেছে।

হ্যাঁ, আন্দোলন সংগ্রামে ওরা ছিল অনেক পিছিয়ে,

পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রশাসন সবায় ওদের খারাপ ছোখে দেখত।

#NoVatOnEducation আন্দোলন ওদের একটা প্লাটফরম দিয়েছে। শিখিয়েছে এসি রুম থেকে রাজপথে নেমে দাবী আদায়।

আজ আর ওদের কে হাইব্রিড প্রজন্ম আর বার্গার পোলাপান বলতে পারবেন না।

ভাবতে পারেন ৮০ থেকে ১০০ বিশ্ববিদ্যালয় ছাত্ররা একি সুরে কথা বলছে। এক সময়, এক দাবী, এক কথা, শান্তি পূর্ণ।।

#NoVatOnEducation আন্দোলন একটা প্রজন্ম কে এসি রুম থেকে বের করে আন্দোলন ও সংগ্রামের ময়দানে জড় করেছে।

আজ আমরা গর্ব করে বলব #NoVatOnEducation আন্দোলন।

আমাদের ফিরিয়ে দিতে যাচ্ছে একটা সাভাবিক প্রজন্ম।

এটা বিবেচনায় আমাদের

#আবুল_মাল_মুহিত

এর টাল হওয়া সার্থক।।

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File