গরু সমাচার
লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ২৩ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৫:৩৭ রাত
আপনারা জেনে অবাক হবেন যে, ইন্টারনেটে সার্চ ইঞ্জিন ইয়াহু-র বিচারে 'পার্সোনালিটি অফ দি ইয়ার ইন ইন্ডিয়া" হয়েছে "গরু"। তার মানে হল ভারতে এ বছর সবচেয়ে চর্চিত হয়েছে গরু। ওই দেশের মানুষ সারা বছর এই চার পা ওয়ালা গৃহপালিত জন্তু টিকে সবচেয়ে বেশি সার্চ করেছে। তার পরে আছে জনাবা "সানি লিওন"। গরু সানি লিওন কেও হারিয়ে দিল। মোদী সরকারের আমলে সেই দেশের মানুষ গরুকে নতুন করে আবিষ্কাকার করল, নতুন করে ভালবাসল।
কেউ নিশ্চয়ই এমন টা ভাবছেন না যে গরু ভারতের মাটিতে এই প্রথম এল। সেই আদ্যিকাল থেকেই তো গরু ছিল। কিন্তু তাদের শ্রদ্ধা ভালবাসা এবার গরুকে অন্য মাত্রায় নিয়ে গেছে।
এই খবরটা আমার তৈরি করা না। ভারতীয় বিখ্যাত পত্রিকা ২৪ ঘণ্টা তাদের অনলাইন ভার্সনে গতকাল ২২ তারিখে পোষ্ট করেছে এই নিউজ টি। চাইলে দেখে আসতে পারেন।
এটা ভারতীয়দের জন্য সম্মানজনক নাকি অসম্মানজনক তা সে দেশের মানুষই নির্ধারণ করবে। তবে মজার ব্যাপার হল ভারতীয়রা যেমন একদিকে গুগল মাইক্রোসফট জয় করছে অন্য দিকে গরুকে মা বলছে ভক্তি করছে। গরুই হচ্ছে তাদের ধ্যান জ্ঞান আর সবকিছু। গরু প্রেম দেখিয়েও ভোটে যেটা যায় তা পৃথিবীর অন্য কোন দেশে দেখতে পাওয়া যায় না। একেই বলে হাজারো সংস্কৃতির দেশ।
গরুর চোনা নাকি মহাঔষধ সে দেশে। আর সৌভাগ্যের প্রতীক হিসেবে গরু তো একেবারে তুলনা হীন। সেদেশের মানুষেরা হরহামেশা গরু নিয়ে সেলফি আপলোড করছে বিভিন্ন সামাজিক নেট ওয়ার্কে।
বোঝা গেল পিকে সেনেমাটি তাদের বিনোদনের খোরাক জোগালেও মানসিকতার কোন পরিবর্তন আনতে পারেনি। সে দেশে গরুর মাংস খাবার প্রতিবাদে মুসলিম সংখ্যালঘু এক বৃদ্ধ কে গ্রামের মানুষ দলবেঁধে মন্দিরে মাইকিং করে তারপর পিটিয়ে মেরে ফেলে। রাজ্যে রাজ্যে গরু জবাইয়ের উপর জারি হয় নিষেধাগ্ঘা। বাংলাদেশেও গরু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। সারা বিশ্বে তারা আজ গরু পূজারী হিসেবে স্বীকৃত।
গরুর জয় হোক, গো সন্তানদের জয় হোক !!!!!!!!
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন