একটি‬ ডিজিটাল সতর্ক বার্তা

লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ১৩ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৪:২৬ রাত

যারা এতদিন ভি পি এন (VPN) দিয়ে ফেসবুক বা অন্যান্য এপস চালিয়েছেন, তারা খুব দ্রুত এপস গুলোর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন। মোবাইল সিকিউরিটি অপশন চালু করুন। যত ধরনের নিরাপত্তা আছে সব এপ্লাই করুন। কারন VPN গুলো বড় ধরনের চোর। এরা আপনার পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে আর বিরক্তিকর এডে ভড়িয়ে দেবে আপনাকে। অনেকেই হয়ত আজাইরা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন।

যারা এন্ড্রয়েড মোবাইল ইউজ করেন তাদের ঝামেলা আরও বেশি।টাকা থাকলে আইফোন বা ম্যাক চালান। কারন গুগল তৈরি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিরাপত্তা নাই বললেই চলে। স্প্যাম অথবা ম্যলওয়্যার ছড়াতে এন্ড্রয়েডের জুড়ি নেই। বিভিন্ন ফালতু এপ গুলো লুকিয়ে কিছু ক্ষতি কারক কোড আপনার মোবাইলে ঢুকিয়ে দিয়ে তথ্য চুরি করবে। আলতু ফালতু এপ চালাবেন না। এপ নামাতে হলে ব্লু টিক দেওয়া সারটিফাইড এপস নামাবেন। সারটিফাইড এপস গুলো আপনাকে সামান্য আশা ভরসা দিতে পারে। নাই মামার চেয়ে কানা মামা ভাল। পারলে ফ্যাক্টরি রিস্টার্ট দিয়ে মোবাইল নতুন করে সাজান।

পিসি এর উপর ও ভরসা করবেন না। কারন আমরা সবাই সাধারণত কপি বা নকল উয়িন্ডোজ ইউজ করি। অরিজিনাল উয়িন্ডোজ চালাই না। কারন উয়িন্ডোজ অরিজিনাল আপনার কম্পিউটারের থেকেও কয়েকগুন দামী। তাই এই কপি গুলো আপডেট ও হয় না। উইন্ডোজ কোম্পানির ঠেকা পরে নাই আপনাকে ফাও নিরাপত্তা দিতে। বসে না থেকে নতুন উইন্ডোজ সেটআপ দিন পিসিতে।

পারলে ভাল ব্রান্ডের লাইসেন্স এন্টিভাইরাস ইউজ করুন। এন্টিইরাস কিনতে না পারলে উইন্ডোজ কোম্পানির সাইট থেকে সিকিউরিটি এসেনশিয়াল নামে একটা এন্টিভাইরাস আছে ওইটা নামিয়ে কাজ চালান। আমাদের মত গরীব দুখীদের জন্য বিল গেটস কাক্কু ওই এন্টিভাইরাস টা খয়রাতি হিসেবে ফ্রি দেয় আরকি ।এক্সপার্ট ভাইয়েরা আরও ভাল বলতে পারবেন এই বিষয়ে।

আরেকটা কথা প্রোফাইল পিক রাঙ্গানো নিয়ে যথেষ্ট সাবধান হন। হুজুগে যেই খানে সেইখানে মাউস ঢুকাবেন না। অনলাইনে বিভিন্ন সাইট থেকে এরকম পিক রাঙ্গানো যায়। সেখান থেকে রাঙ্গিয়ে রিনেম করে আপ করুন।

কে জানে আপনার সব তথ্য হাতিয়ে নিছে কিনা। পারলে ফটোশপ দিয়ে করুন বা অন্য কাউকে দিয়ে বানিয়ে নিয়ে আপ করুন। নাইলে বুজতেই পারবেন না আপনার ফেসবুকের নিয়ন্ত্রন কার কাছে ???????

আমি আজকে হুজুগে পতাকার রঙ্গে রাঙানোর সাইটে ঢুইকা রাঙ্গাইছিয়াম। পরে হুস ফিরলে পাসস চেঞ্জ করছি। জানিনা কি হইছে ভিতরে ভিতরে।

আমি কনফারম না তবে আমার কাছে সাইট টা নিরাপদ মনে হয় নাই। হোসিয়ার সাবধান, যারা বোঝার বুইঝা নিয়েন কিন্তু। আমি সব খুলে বলতে পারব না !!!!!!!!!

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353767
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:২৯
হাফেজ আহমেদ লিখেছেন : হুম
353773
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মেসেজ টি খুব গুরুত্বপূর্ন। আমি কপি করে পেইচবুকে দিচ্ছি।
353777
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। ভিপিএন গুলি ফ্রি সার্ভিস দেয় তাই বিজ্ঞাপন তাদের জন্য জরুরি।
353794
১৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩৭
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হোসিয়ার সাবধান, যারা বোঝার বুইঝা নিয়েন কিন্তু। আমি সব খুলে বলতে পারব না !!!!!!!!
খুলে আর বলতে হবে না ভাই, এতটুকুতেই সব খুলে গেছে। হা হা হা
353797
১৩ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২২
রফিক খন্দকার লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File