ফেসবুকের কাছে আসলে সরকার কি চায়?
লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩১:৫৭ রাত
সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার ফেসবুকের পুরো নিয়ন্ত্রন চায়। সরকার যেমন চাইবে তেমন পোস্ট ফেসবুকে ভাসবে চাইবে না তো ভাসবে না। নিরাপত্তার যে অজুহাত দেওয়া হচ্ছে টা শুরুর দিকে যুক্তি সঙ্গত ছিল কিন্তু এখন মনে হয় না এই অজুহাতের কোন যুক্তি আছে।
প্রথম প্রথম মানুষ চাঁদে সাইদিরে দেখত কারন মানুষ তখনও বুইজা উঠতে পারছিল না। আমি প্রচুর সাধারন মানুষের সাথে মিশি কথা বলি এবং তাদের মনস্তত্ব বোঝার চেষ্টা করি। এটা আমার একটা হবি। বছর কয়েক আগে এরম চাদের কথা মানুষ আমাকে জিজ্ঞাস করত। কিন্তু সেই মানুষগুলো এখন অনেক স্মার্ট। ওরা সবাই ফেসবুক চালায় এবং কোনটা ভুয়া কোনটা ঠিক সেটা ওরা ছবি দেখেই বুজতে পারে। এদের মাঝে এমন লোকজন আছে যে কোনদিন স্কুলেই যায় নাই, কেউ বা প্রাইমারি পর্যন্ত শেষ।
একেবারে প্রাথমিক পর্যায়ে যেসব সাধারন হাবাগোবা মানুষ ফেসবুক চালানো শুরু করে তারা হয়ত অনেক কিছু দেখে অবাক হয়, কিন্তু সেটা কারো কাছে জিজ্ঞেস করলেই ভুল বুজত পারে। সুতরাং নিরাপত্তার যুক্তিটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য না। কারন মানুষ প্রাইমারি লেবেল টা পার হয়েছে।
ফেসবুক দিয়ে অনিরাপদ করার দাবিতে হয়তবা ২টা উদাহারন আছে, যেমন চাঁদে সাইদিরে দেখা আর রামুর ঘটনা। কিন্তু ফেসবুক দিয়ে মানুষের উপকার হইছে বা আসামি কে সনাক্ত করা হয়েছে বা অন্যান্য অপরাধী ধরার ব্যাপারে জনমত তৈরি হইছে এমন উদাহারন হাজারো। মানে ফেসবুক দিয়ে ভাল কিছু করার উদাহারন কিন্তু অগণিত। তাহলে ২ টার কাছে অগণিত জিনিস মার খাবে কেন?
আর জামাত শিবির বলুন আর দুষ্কৃতিকারী বলুন ওরা যদি টার্গেট গ্রুপ হয় তো ফেসবুক ভাইবার বন্ধ করে ওদেরকে দমানো যাবে না। ওদের রাস্তা ওরা নিজেরাই বের করে নেয়। তলে তলে দেখেন ওরা নিজেরাই কোন সামাজিক নেটওয়ার্ক সাইট বা মেসেজিং সাইট বানিয়ে বসে আছে কিনা। এখন তো তবুও ট্রেস করা যাবে তখন ট্রেস ও করতে পারবেন না কেউ। চোর ঠিকই জানে কোন জায়গায় গৃহস্তের দুর্বলতা আছে। আমার মনে হয় এসব কার্যক্রমের মানে সবাই বোঝে।
যখন ফেসবুক ছিলনা তখন ওরা কি হাত গুটাইয়া বইসা ছিল নিজেদের মাঝে যোগাযোগ করার মাধ্যম ছিল না?
বাংলাদেশের পক্ষ থেকে এর আগে বেশ কয়বার যোগাযোগ করে ব্যার্থ হয়েছে, এবার যে কাজ হবে তা মনে হয় না। কারন জুকার কাছে এইসব যুক্তি মনে হয়না কোন গুরুত্ব বহন করবে।
এক দেশের গালি আরেক দেশের বুলি। আমাদের কাছে যেটা নিরাপত্তার ঝুকি হতে পারে ওদের কাছে সেটা বাক স্বাধীনতার প্রকাশ।
তবে আমার কাছে একটা জিনিস খুব গোলমেলে লাগে নিরপত্তা কার জন্যে? মানে ফেসবুক থেকে দূরে থাকার জন্য যে ত্যাগ এটা কি জনগণের নিরপত্তার খাতিরে সরকার করছে নাকি সরকারের নিরাপত্তার খাতিরে জনগন করছে।
কেন জানি কোরিয়া আর ইরানের কথা মনে পইড়া গেল। ওহ কেন মনে পরছে সেটা মনে পরছে, বিশ্বখ্যাত গাংনাম স্টাইলের জনক কোরিয়ান পপ গায়ক "সাই"য়ের নতুন গান"DADDY"রিলিজ হইছে ইউ টিউবে।
বিষয়: বিবিধ
১২৯২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন