উপলব্ধি

লিখেছেন লিখেছেন আহমেদ বশির ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:১২:২৬ বিকাল

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক যেন পলিটিকাল লোকদের নিজ প্রচারণার চারণক্ষেত্র। এতে অবশ্য তেমন কোন সমস্যা নেই কারন পলিটিক্স ও তো একধরনের সামাজিক কর্মকাণ্ড ! রাজপথ ছেড়ে যারা নিজেকে জানাতে চায় তাদের জন্য এটা একটা উত্তম মাধ্যম। যদিও রাজপথের মতো এখানেও সাম্যতা সমভাবে প্রতিষ্ঠিত হয়নি। যারা রাজপথে ভয় পায় তারা সত্যকে যথাযথ ভাবে উপস্থাপন করতে পারে এ মাধ্যমে। কিন্তু ভাষার শালীনতা অনস্বীকার্য । যারা বলবেন তাদেরকে খেয়াল রাখতে হবে কথাগুলো যেন অবশই রাষ্ট্রীয় সংবিধানের বা কার্যক্রমের পরিপন্থী না হয়। এসব অনেকেই জানেন তারপরও অনেকেই অসত্য, অশালীন বক্তব্য উপস্থাপন করে থাকেন। আমরা সত্য প্রকাশে এবং প্রচারে সাহসী হলে যেমন দেশের লাভ তেমনি দশের লাভ। জগতের কোন কিছুই লাভক্ষতির বাইরে না। সুতরাং রাজনীতিকে যদি পেশাও ভাবি তাহলে হালাল-হারাম হিসেব করেই করা ভালো নয় কি? তাতে করে ইহকাল-পরকাল দু জায়গায়তেই মহামুক্তির পথ উন্মুক্ত। কথাগুলোকে জ্ঞান দেওয়া ভেবে উপহাস না করে বিবেক দিয়ে ভেবে দেখলে খুশী হব। মনে রাখা জরুরী আমাদের সকল কর্মকাণ্ডের জন্য আমরা অবশই জবাবদিহি হতে বাধ্য ।জবাবদিহিতা শুধু সময়ের ব্যাপার।মহান পালন কর্তার কাছে আমরা অবশই প্রত্যাবর্তিত হব।

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352796
০৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
352820
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪২
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File