জাতীয় শোক দিবস :(

লিখেছেন লিখেছেন বাংলার ডাকু ১৫ আগস্ট, ২০১৫, ০২:৫৭:২২ দুপুর

আজকে মাইকে বাজা গানগুলো শুনে আমি কনফিউজ যে আজকে জাতীয় শোক পালন করা হচ্ছে নাকি পুজোর আনন্দ করা হচ্ছে..!! (মাইকে কিন্তু হিন্দি গানই বেশি শোনা যাচ্ছে তবে মাঝেমধ্যে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণও শোনা যাচ্ছে)

প্রশ্ন হচ্ছে জাতীর পিতা তার মৃত্যু দিনে হিন্দি গান বাজানোর জন্যই কি ভাষা আন্দোলন করেছিলেন..??

নাকি বিদেশী সংসকৃতি পালনের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করেছিলেন..??

{অফটপিক: যদিও সোনা একটি পদার্থ তবুও সোনার ছেলেরা এত অপদার্থ কেনো...??}

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335967
১৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File