নির্বাচকদের দৃষ্টিতে জুলাই মাসের সেরা ব্লগ!!
লিখেছেন লিখেছেন সেরা ব্লগ নির্বাচক ০৪ আগস্ট, ২০১৫, ১০:৩৩:৪৯ রাত
সম্মানিত ব্লগার এবং ভিজিটর আস্সালামু আলাইকুম, আমরা এক মাসের সেরা লেখা গুলো বাছাই করার যথাসাধ্য চেষ্টা করেছি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখানে ১-২-৩- নাম্বার যোগ করা হয়েছে মাসের তারিখের হিসাবে (সেরা হিসেবে নয়) আমাদের দৃষ্টিতে সব গুলো লেখায় সেরা।
আমরা চেষ্টা করেছি প্রতিদিনের সেরা লেখা বাছাই করে আনতে! যদিও একই দিনে ২/৩ টির অধিক লেখা সেরাতে যুক্ত হবার মত লেখা প্রকাশিত হয়েছে। এক দিনে শুধু ১ টি লেখা যুক্ত করার কারনে আরো অনেক লেখা সেরাতে যুক্ত করতে পারিনি।
একই লেখকের একাধিক লেখা ছিলো যা সেরাতে যুক্ত হবার যতেষ্ট যোগ্যতা রাখে। আমারা এতে একজন লেখকের একটি লেখাই শুধু যুক্ত করলাম।
যাদের লেখা সেরাতে যুক্ত হয়নি তাদের হতাশ হবার কারন নেই, আপনি সেরা লেখা গুলো পড়ুন এবং চেষ্টা করুন ভালো লেখা সচেতনতা মুলক লেখা ব্লগে পোস্ট করতে ইনশা আল্লাহ আগামীতে আপনার লেখাটি সেরা হবে.....।
ধন্যবাদান্তে "সেরা ব্লগ নির্বাচক"
১.
বিয়ে নিয়ে স্বপ্ন দেখেনি এমন মানুষ মনে হয় খুজে পাওয়া যাবে না। আসলে এই স্বপ্নটা কখন মনের মাঝে শুরু হয় আমি ঠিক জানি না, হয়ত সেটা মেয়েদের বেলায় পুতুল খেলার বয়স থেকেই শুরু হয় । এই স্বপ্ন একেক জনের একেক বয়সে কলি থেকে ফুলে প্রস্ফুটিত হয় ।
বিয়ের সপ্ন দেখে যান বিয়ের পর দুঃখের গান!! লিখেছেন আফরা ০১ জুলাই, ২০১৫, ০৫:৫৪:১৪ সকাল http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/7675/saiwara/66637
২.
একই অধ্যায়ের Lesson 5: Apply with your CV বড়ই অদ্ভুত! ৮ম শ্রেণির সার্টিফিকেট দিয়ে কোন মালি, ঝাড়–দারের চাকরি পাওয়া যায় কিনা সন্দেহ! অথচ সিভি লেখার নিয়মকানুন শেখাচ্ছে!
“মাদরাসার সিলেবাসে যত ইসলাম বিরোধী প্রসঙ্গ-১”
লিখেছেন আবু যায়দান ০২ জুলাই, ২০১৫, ০৫:২৮:২৩ বিকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11211/ssblog/66697#.Vb5gd3OoVAg
৩.
"রাসুল(সাঃ) তার মুজাহিদদের সহকারে প্রবেশ করেন মক্কায় এবং প্রথমে প্রবেশ করেন মাসজিদুল হারাম এ। তিনি সেখানে নামাজ আদায় করেন এবং কাবা গৃহে স্থাপিত মুর্তিগুলি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। তিনি হাতের লাঠি দিয়ে মুর্তিগুলিতে গুতো দিচ্ছিলেন আর মুখে উচ্চারন করছিলেন কুরআন এর আয়াত ”সত্য এসেছে এবং অসত্যের চলাফেরা শেষ হয়ে গেছে”।
বিজয় এর মাস রমজান। মক্কা বিজয়।
লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৩ জুলাই, ২০১৫, ০৫:৫৫:১৫ বিকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/3609/sabuj1981/66728#.Vb5jQXOoVAg
৪.
বিয়ের সময়ে মা আয়েশার বয়স সংক্রান্তে নবী করিমের বা কোন সাহাবীর দেয়া কোন তথ্য পাওয়া যায় না। এই হাদীসটি হাদীস-বর্ণনাকারীদের শেষ ব্যক্তি হিশাম বিন উরওয়ার। তিনি তার পিতার কাছ থেকে শুনেছিলেন।
হযরত আয়েশা (রাঃ)-এর বিয়ের বয়স নিয়ে নাস্তিকদের প্রপাগান্ডা! মহানবী কি শিশু বিয়ে করেছেন? তিনি কি তাহলে সর্বকালের আদর্শ হতে পারেননি?
লিখেছেন আনোয়ার আলী ০৪ জুলাই, ২০১৫, ০৭:৫৭:১৫ সন্ধ্যা
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/7693/anwaralictg/66766#.Vb5lAnOoVAg
৫.
এবার আরও ৬০/৭০ কি:মি: পাহাড়ী রাস্তা পাড়ি দিলাম। একস্থানে মাউন্ট হুড পরিষ্কার হল। পাহাড়ের এই বাকের একদিকে মাউন্ট হুড আরেক পাশে জেফারসন পাহাড়ের মাথা দেখা গেল।
চলুন তবে মাউন্ট হুড
লিখেছেন দ্য স্লেভ ০৫ জুলাই, ২০১৫, ০৭:৪৮:৫৬ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4370/theslave/66780#.Vb56wXOoVAg
৬.
শয়তান এদেরকে বুঝিয়েছিল যে, আমরা তো রাসূল স. এর বিরুদ্ধে নয়, পক্ষেই মিথ্যা বলছি। এ সকল মিথ্যা ছাড়া মানুষদের হেদায়েত করা সম্ভব নয়। কাজেই ভাল উদ্দেশ্যে মিথ্যা বলা শুধু জয়েযই নয় বরং ভাল কাজ।
হাদীসের নামে জালিয়াতি ও জাল ৬...হাদীসের কবলে সুফিবাদ
লিখেছেন সঠিক ইসলাম ০৬ জুলাই, ২০১৫, ১২:৫৫:৫৭ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/66781#.Vb5413OoVAg
৭.
অবশেষে এই ডাক এলো। তিনি জীর্ন শীর্ন পোষাকে হাজির হলেন নেতার কাছে। বুক ভরে নিশ্বাস নিতে পেরে তার মন ভরে উঠলো। কারন এখানে সবাই তার মত। সবাই ভাই ভাই।।
গল্প নয়, সত্যি
লিখেছেন অগ্রহায়ণ ০৭ জুলাই, ২০১৫, ০৫:৪৪:০৯ বিকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/10076/agrahayon/66873#.Vb_AwXOoVAg
৮.
মোহরনা অবশ্যই গুরুত্বপূর্ণ... যেহেতু স্বামীকে আদায় করতেই হবে...। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলের মতামত নেয়া হয়না!!!!!! দর কষাকষির পর্যায়ে কয়েক গুণ মোহরনার অংক বেড়ে যায়! ! ২ লক্ষ থেকে শুরু ৩লক্ষ ৪ লক্ষ, ৫লক্ষ, যেতে যেতে ২০/৩০ লক্ষ টাকায় পৌঁছায়.....!
বিয়ের পর আপনি যেভাবে যেনাকারী রূপে আবির্ভূত হচ্ছেন..... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৮ জুলাই, ২০১৫, ০৪:৫৪:১৭ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/9615/nor15/66884#.Vb6AP3OoVAg
৯.
শুক্রবার মা রেডি হয়ে বসে আছেন।সকাল গড়িয়ে দুপুর হল কিন্তু শফিকের দেখা নেই।বিকাল গড়িয়ে সন্ধ্যা হল শফিক আর আসল না।মা শফিককে টেলিফোন করলেন।শফিক বলল, ও মা জানো আজ তো আমাদের বিবাহ বার্ষিকী। তাই বাসায় ছোটখাট অনুষ্ঠান করলাম।এদিকে এত্তো ব্যস্ত ছিলাম যে,তোমাকে আনার কথাটা স্মরন ছিল না।আগামী সপ্তাহে মা।
বৃদ্ধাশ্রমে, মায়ের শেষ অনুরোধ!
লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৯ জুলাই, ২০১৫, ০৩:২৩:৫৫ দুপুর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11184/Shahmun/66932#.Vb6FU3OoVAg
১০.
শাড়ি বা লুঙ্গি জাতীয় কিছু না দিয়ে নগদ টাকা দিয়ে দিলে গরীবের উপকার বেশি হবে। কারণ অনেক শাড়ি লুঙ্গি হয়ে গেলে তা আবার কম দামে বিক্রি করতে হয় তাদেরকে।
রমজানে যারা জাকাত দেন তাদের উদ্দেশ্যে দুটি কথা
লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ১০ জুলাই, ২০১৫, ০৭:৩১:৫৯ সন্ধ্যা
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/8845/habib88/66970#.Vb6HTHOoVAh
১১.
আসনে বসিয়া নিজের ভাবের যেন কমতি না হয়,সেদিক নজর রাখিয়া ল্যাবটবের ব্যাগ আমার দু পদখানার উপর রাখিয়া পাশের সহযাত্রীর দিকে তাকিয়া একখানা চোখ টিপ দিলুম। আমার চোখ টিপ মারা দেখিয়া ভ্যবাচ্যকা খায়য়া সে তাহার আইফোন-৬ বের করিয়া লুডু খেলতে লাগলো
ল্যাবটবের ব্যাগ এবং আমি
লিখেছেন এ,এস,ওসমান ১১ জুলাই, ২০১৫, ০৪:০৮:৩৯
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/5788/asosman/67008#.Vb6IqnOoVAg
১২.
আর আমাকে ওরা রেখেছে বন্দুক আর বিচারালয়ের মাঝামাঝি
যেখানে মানুষের আত্মা শুকিয়ে যায় । যাতে
আমি আমরা উৎস খুঁজে না পাই ।
কিন্তু তুমি তো জানো কবিদের উৎস কি ? আমি পাষাণ কারার
চৌহদ্দিতে আমার ফোয়ারাকে ফিরিয়ে আনি ।
প্রিয় কবি আল মাহমুদ এবং তিনটি অমর কবিতা
লিখেছেন লজিকাল ভাইছা ১২ জুলাই, ২০১৫, ০৫:৫৪:১৬ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/10181/stalion/67036#.Vb6K7HOoVAg
১৩.
লাইলাতুল কদরের রাত কোনটি নিয়ে মত ভিন্নতা চলে আসছে সাহাবায়ে কেরামদের সময়কাল থেকেই। আমাদের দেশে ২৬শে রমজান দিবাগত রাত তথা ২৭শে রমজানকেই নির্ধারণ করে পালন করা হয়। ইসলামী চিন্তাবিদ ও গবেষকগণও বেশীর ভাগ ঐ দিনকেই সমর্থন করেন।
নিবন্ধ-১২: লাইলাতুল কদরের তাৎপর্য
লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৩ জুলাই, ২০১৫, ০২:৩৫:০৭ দুপুর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11098/MinhazMasum/67065#.Vb6MJ3OoVAg
১৪.
রাসুলুল্লাহ (সা) যখন কোন সেনাবাহিনী কিংবা সেনাদলের উপর আমীর নিমুক্ত করতেন তখন বিশেষ করে তাকে আল্লাহ ভীতি অবলম্বনের এবং তার সঙ্গী মুসলমানদের প্রতি কল্যাণজনক আচরণ করার উপদেশ দিতেন । আর (বিদায়লগ্নে) বলতেন...
যুদ্ধ্যের নীতিমালা
লিখেছেন জ্ঞানের কথা ১৪ জুলাই, ২০১৫, ১০:৩৩:৫৭ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11189/lightlife/67099#.Vb6OQHOoVAg
১৫.
হঠাৎ বদলি তাও আবার রমজান মাসে ! যাই হোক আল্লাহ পাক হয় তো আমার ভাল চেয়েছেন । এখানে চলে আসা পর থেকেই পিছনের কিছু স্মৃতি আমাকে সব সময় তাড়া করে বেড়াচ্ছে
@@ফেলে আসা মধুর স্মৃতি@@
লিখেছেন আব্দুল গাফফার ১৫ জুলাই, ২০১৫, ০৪:০২:৩৮ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/3494/gaffer/67130#.Vb6PRnOoVAg
১৬.
কন্যার বাবা ঘামে, হাজার বরযাত্রী
যৌতুকের নামে, আসবাব সামগ্রী।
কন্যার কথা ভেবে, কিনতে হবে সুখ
নইলে সম্মান যাবে, দেখবেনা কেউ মুখ।
কন্যার বাবা লিখেছেন
লিখেছেন বাকপ্রবাস ১৬ জুলাই, ২০১৫, ০১:২৫:৫২ দুপুর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1875/sahabib/67176#.Vb6RbXOoVAg
১৭(ক).
দুদুভাই পিড়ি নিয়ে বসে আয়রনের ঢাকনা খুলে তাতে কয়লা ভরে পাটখড়ি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করত। এবং ঢাকনা আটকে দিয়ে পাশ থেকে হাত পাখার বাতাস দিত। আমরা পাশে বসে উপভোগ করতাম অন্যরকম এক ঈদ!!!
সেই সময় অনেক সীমাবদ্ধতার মাঝেও ছিল কত রকম ঈদ!!!
লিখেছেন নেহায়েৎ ১৭ জুলাই, ২০১৫, ১০:৪২:৪৯ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/2120/abdulmazed/67215#.Vb6UO3OoVAg
১৭(খ).
ঈদেরপ্রাক্কালে আবারও নিয়ে এলাম ছবি ব্লগ । এগুলো নেট দিয়েই ধরেছি । সাথে আমার নিজস্ব কমেন্ট জুড়ে দিয়েছি । কিছু সিরিয়াস , অধিকাংশই ফান ।
হতভাগার ছবি ব্লগ
লিখেছেন হতভাগা ১৭ জুলাই, ২০১৫, ০৪:০৭:০৫ বিকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/3323/HOTOVAGA/67228#.Vb6TSXOoVAg.
১৮.
এই বুদ্ধিব্যবসায়ী সমাজ ইতোমধ্যেই ইসলাম সম্পর্কে নিজেদের বিশেষ-অজ্ঞতা নিজেরাই প্রতিষ্ঠিত করিয়াছেন। যেখানে 'আবু বকর' এর আসল অর্থ দাঁড়ায় 'অগ্রপথিক', একজন বুদ্ধির-বেপারী তাহাকে ছাগলের বাপ বলিয়া উপহাস করিয়াছেন।
বুদ্ধিজীবিদের অজ্ঞতা ও ইসলাম বিশেষ-অজ্ঞতা
লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৮ জুলাই, ২০১৫, ০৫:৫৪:৩৫ বিকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4038/drazad/67261#.Vb6WrHOoVAg
১৯.
টিনের চালে গাছের ডালে
শুনি বৃষ্টির রিমঝিম গান
খুজে ফিরি মনে মনে
সুরের ঐকতান ।
বৃষ্টি ও আষাঢ়ের কাব্য
লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৯ জুলাই, ২০১৫, ১০:৩২:০৮ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/67276#.Vb6XZHOoVAg
২০.
'ফিরাউন বলল, আমার অনুমতির আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে। নিশ্চয় এটা এক চক্রান্ত, যা তোমরা সবাই মিলে এ নগরে করেছ। যাতে এর অধিবাসীদের এখান থেকে উচ্ছেদ করতে পার। তবে তোমরা শীঘ্রই জানতে পারবে।’
ঈদ-ভবনা আমরা মুসলিম : কত মহান আমরা, কত দীন
লিখেছেন চিরবিদ্রোহী ২১ জুলাই, ২০১৫, ০১:৫৭:২৭ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/7137/aryan_k/67333#.Vb6Z2HOoVAg
২১.
আপনাদেরকে জানিয়ে রাখি যে আরব আমিরাতের সাত প্রদেশের বালির রং ও সাত ধরনের।আমাদের গন্তব্য আবুধাবির আস-সাহামা এরিয়ার এক খামারে, যেখানে কাজ করেন দু'জন বাংলাদেশি ভাই, ব্যস্ততম সড়ক শেষ করে আমরা বালির রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, বালির রাস্তা অনেকটাই আমাদের দেশের গ্রামের রাস্তার মত, কোথাও সমান, আবার কোথাও উচু-নিচু।
মরূর বুকে খামার বাড়ি, গ্রাম বাংলার অনেক কিছুর দেখা মেলে যেখানে......
লিখেছেনইছমাইল ২১ জুলাই, ২০১৫, ০৩:২২:১২ দুপুর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/2264/ismailuae09/67345#.Vb6bWXOoVAg
২২.
দুপুর বেলা ভাত খাওয়ার সময় বাসায় ফিরে দেখেছি আমার, আব্বার প্ৰচন্ড শরীর খারাপ। এখন শরীর একটু বেশী খারাপ। কি এক অদ্ভুত কারণে আজ আমি মরার মতো ঘুমিয়ে ছিলাম। নিজেও জানিনা!
আমার মতোই ঘুমাও জাতির সন্তানেরা
লিখেছন নূর আল আমিন ২২ জুলাই, ২০১৫, ০১:১৪:০৫ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/8250/almn/67360#.Vb6jGnOoVAg
২৩.
মুশরীকদের ধারণা ছিল, একজন নবীর শান শওকত, ধন সম্পদ, অগাধ থাকবে বা তার আশ পাশে ফেরেশ্তারা বডি গার্ড থাকবে৷
"নিঃসন্দেহে আখেরাতে এরাই হবে সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্থ"
লিখেছেন শেখের পোলা ২৩ জুলাই, ২০১৫, ০১:৩৬:৩১ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/3696/boka/67382#.Vb6eCHOoVAg
২৪.
এই সুযোগে প্রথম বন্ধু আব্দুসছালাম বিষয়টি লুফে নিয়ে ‘টাকা নেব কি না’র যে ব্যাখ্যা দিলেন তাহলো- মসজিদ কৃতপক্ষ মুসল্লিদের নিকট থেকে ইতেকাফের নামে চাঁদা সংগ্রহ করেন এবং সেই টাকা আগ্রহী ইতেকাফে বসা ব্যক্তিদের মধ্যে বন্টন করে দেন।
ইতেকাফ এবং বিচিত্র অভিজ্ঞতা- ৪
লিখেছেন মোহাম্মদ লোকমান ২৪ জুলাই, ২০১৫, ০৯:৫৯:৪৫ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1756/abufaisal/67409#.Vb6fcHOoVAg
২৫.
যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয়। কেননা তার একটি ডানায় রোগ জীবানু রয়েছে, আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ"(বুখারী)।
‘মাছি’ প্রসঙ্গে বিশ্বনবীর (সা.) সেই কথাটিই মেনে নিল আধুনিক বিজ্ঞান
লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২৫ জুলাই, ২০১৫, ১০:৪৭:১১ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/2061/junayed/67441#.Vb6gvnOoVAg
২৬.
সাইন্সে ডিগ্রী পড়ার জন্য এই কলেজের খ্যাতি ছিল ব্যাপক। তখনকার দিনে বায়োলজিতে পড়ুয়া ৪৫ জন ছাত্রকে আলাদা করে মাইক্রোস্কোপ দিতে পারত একমাত্র এই কলেজ।যন্ত্রপাতিতে চট্টগ্রাম কলেজের পরেই ছিল এই কলেজের অবস্থান।
যেভাবে পশু ডাক্তার হয়ে গেলাম! এক পিকুলিয়ার মানুষ-৩৩ (রোমাঞ্চকর কাহিনী)
লিখেছেন নজরুল ইসলাম টিপু ২৬ জুলাই, ২০১৫, ১২:৪১:৫৮ দুপুর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1704/tipu1900/67469#
২৭.
একটা শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সবকিছু বুঝে উঠতেই অন্তত ২ সেমিস্টার লাগে। আর সে যদি প্রথম ২ টা সেমিস্টারেই এই প্রবেশন সিস্টেমের জটিল ধাঁধায় আটকে যায়,কিছু বুঝে উঠার আগেই দেখে তার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হবার পথে, তাহলে আর একটা সেমিস্টারে সে এটা কভার করবে কিভাবে?!!
'CGPA' সিস্টেম- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য একটি ভয়াবহ মরন ফাঁদ !
লিখেছেন নীলসালু ২৭ জুলাই, ২০১৫, ০৮:০৬:২২ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1672/nilshalu/67536#.Vb_DbnOoVAg
২৮.
এসব লোকদের চেহারা দেখে অবাক হতে হয়! আরে এরাই না গণজাগরন মঞ্চের খাবিখাওয়া কর্মী! অন্ধ দেশপ্রেমিক দাবী করে নিজেদের গলা ফাটিয়ে রেখেছে!! তারাই আজ 'দেশপ্রেমকে' গালি দিচ্ছে! 'দেশাত্মবোধকে' কটাক্ষ করছে!! তারাই আজ শেখ মুজিবকে অপরাধী বানাচ্ছে!! অথচ 'বন্ধবন্ধু' 'জাতীর জনক' বলে যার সকল কাজের উচ্চমার্গের প্রশংসা করে এলো!!
"এই চেতনা ঐ চেতনা"
লিখেছেন রাহমান বিপ্লব ২৮ জুলাই, ২০১৫, ১১:৪১:৪৮ রাত
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/10292/RahmanBiplob/67586#.Vb_Gi3OoVAg
২৯.
তাবলীগের ফাজায়েলে আমালের ব্যপারে অনেক প্রশ্ন থাকায় তারা গত সংস্করণে যাচাই বাচাই করে কিছু সংশোধন করেছেন। তা ছাড়া এখন ফাজায়েলে আমালের চেয়ে মুনতাখাব হাদিস (বিষয়ভিত্তিক বাচাই করা হাদিস) নামক কিতাবটিই বেশী তা'লীম করেন।
.আমরা স্ব-বিরোধীতায় লিপ্ত, ফায়দা কার?
লিখেছেন আবু জান্নাত ২৯ জুলাই, ২০১৫, ০২:৪৫:৩৬ দুপুর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/9166/abujannat/67608#.Vb_F63OoVAg
৩০.
আমরা এই ফাদে পা দেই এজন্য নয় যে আমরা বিজ্ঞান কম জানি। এজন্য নয় যে আমরা সংবাদ কম জানি। আমরা ফাদে পা দেই কারন আমাদের ঈমান দুর্বল। রাসুল (সা) যে কথা বলেছেন সেটা চোখ বুজে মেনে নেওয়াটা ঈমান। জাপানী কোন বিজ্ঞানী কি বলেছেন সেটা শুনে আমাদেরকে রাসুল (সা) এর কথা বিশ্বাস করতে হবে? এমন মুসলমান আমরা?
চাঁদের ফাটা দাগ - লুকানো ছবি বেরিয়ে পড়ল
লিখেছেন এলিট ৩০ জুলাই, ২০১৫, ০৫:০৮:৫০ সকাল
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/3137/simonto/67630#.Vb_IT3OoVAg
৩১.
ফেরার পথে হঠাৎ খেয়াল পরল, আমাদের পৌরসভা অফিসের বাতিটা এখনও নেভেনি। একটু কৌতুহল জাগল, এগিয়ে গেলাম...... । মেয়র চাচা বসে বসে টিভিতে সংবাদ দেখছে। জানতে চাইলাম, চাচা এমন কি ঘটেছে এখনও এখানে বসে।
অনেক আক্ষেপ নিয়েই জবাব দিল, বাবারে তোমার চাচী আর বোন বসে সারাদিন স্টার জলসা দেখে।
স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ বন্ধ করুন =========
লিখেছন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ জুলাই, ২০১৫, ১২:৫৪:১০ দুপুর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/9759/abdulmatin/67684#.Vb_JlXOoVAh
বিষয়: বিবিধ
২২৫৩ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি থার্ড ক্লাস কেন
আর এত কান্না কিসের আপনি থার্ড ক্লাস ফ্লাস্ট
ব্লগারা চেষ্টা করবে ভালমানের লিখতে
ধন্যবাদ
তাও একবার না দুবার
মাইর আছে মাইর
তাই আমি দুবার প্রথম
বিঃদ্রঃ ফকু মিয়া বাদে
আমি ১ম হলাম ভাইয়া
আশা করি নবিনরা উৎসাহ পাবেন এবং টুডে ব্লগ আরো প্রানবন্ত হবে।
আজকে কেন জানি ভিশু ভাই রেহনুমা আপুদের কথা মনে পড়ছে, যাদের পদচারনায় ব্লগ হয়ে উঠতো সুষমামন্ডিত
ফুলের শুভেচ্ছা আপনাদের শুভ উদ্যোগে প্রথম লগ্নে....!
উদ্যোগটা ভালো....ই! থেমে গেলে হতাশ হব। আশা করি প্রতিমাসে পোস্ট দিবেন।
আপনাদের কে জাযাকুমুল্লাহু খাইর জানাচ্ছি অন্তর থেকেই!!
এই প্যানেলে যেই থাকুক তারা পার্শিয়াল্টি কোরছে
আমার কপি করা কবিতাটি আসার কথাছিলো কিন্তু
পারফরমেন্স
চল চল চল, ডিজিটাল
কথা বলিনি কমেন্টস লিখেচি ভাইয়া
আমার পোস্ট কিন্তু লেখার কমেন্টসে ঢুকিয়ে দিয়েছি আপনারা না দিলে কি হবে
তাই আমি দুবার প্রথম
সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ।
খুশিতে চোখের পানি আটকে রাখা গেল না
বোঝা গেছে সবাইকে খুশী রাখতে এই পদক্ষেপ ।
মাসে মাসে এরকম সেরা ব্লগ এর নামে বেশ কয়েকটা পোস্ট রাখলে ব্লগাররা লিখতে উতসাহিত হবে ।
আর সপ্তাহের সর্বোচ্চ কমেন্টদাতার অপশনটা তো ভালই চালু হয়েছে । এটার সাথে সপ্তাহের সেরা কমেন্টকারীর একটা লিস্ট চালু করা যেতে পারে ।
সেরা ব্লগ না হয়ে সেরা পোস্ট হলে ভাল হয় না ?
সেরা ব্লগ না হয়ে সেরা পোস্ট!!!!! আপনার পরামর্শ বিবেচনায় রাখা হলো। ধন্যবাদ। শুভ ব্লগিং।
আপনাদের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমি অধমের একটি লিখাও স্থান পেয়েছে দেখে আনন্দিত হলাম। সুন্দর উদ্যোগটির জন্য শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইর
মানে আমার ক্রমিক নাম্বার ডাবল ওয়ান
খুবই সুন্দর উদ্যোগ এবং ব্লগারদের জন্য উৎসাহব্যঞ্জক! যাদের লিখা নির্বাচিত হয়েছে তাদের অভিনন্দন। আশাকরি তাদের লিখনি আরো এগিয়ে যাবে। সেরা ব্লগ নির্বাচকের মহৎ উদ্দেশ্য সফল হোক। এ কামনা করছি।
মন্তব্য করতে লগইন করুন