হিজাব!
লিখেছেন লিখেছেন দাওয়াত ১৪ আগস্ট, ২০১৫, ০১:১২:০৮ দুপুর
একটি বেহিজাবী মেয়েকে বিয়ে করা আর
হিজাবকে নিরুৎসাহিত করা একই কথা।
তবে সমাজের সব মেয়ে যদি বেহিজাবী হয়
সেক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন হতে পারে।
একটি মেয়েও যদি হিজাবী পাওয়া যায়
তাকেই বিয়ের জন্য নির্বাচন করা উচিৎ।
হিজাবের ব্যাপারে নমনীয়তার কোন
সুযোগ আছে বলে আমার মনে হয় না।
যদি সমাজের যুবকরা একটি বিষয়ে
কঠোর হতে পারত যে,
“বেহিজাবী মেয়েকে বিয়ে করবো না।”
হয়ত সমাজের অধিকাংশ মেয়েই সোজা হয়ে যেত।
বিয়ের ব্যাপারে যে কোন মেয়ের তাকওয়ার
বিষয়টিকে প্রাধান্য দিতে বলা হয়েছে।
যে মেয়ে আল্লাহর আদেশকে অমান্য করে,
হিজাবকে গুরুত্ব দেয়না তার মধ্যে কি
তাকওয়া আছে বলে বিশ্বাস করা যায়?
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু হিজাব না,আরো অনেক কিছুরই প্রয়োজন আছে। ধন্যবাদ।
বেহিজাবী মেয়ে বেহিসাবী মেয়ে
হিজাবী মেয়েও বেহিসাবী মেয়ে
মন্তব্য করতে লগইন করুন