৬.৭ মাত্রা ভু-কম্পনে আল্লাহর ক্ষমতা কতটুকু দেখেছেন? আর এভাবেই পৃথিবী ধ্বংশ করবেন।
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৪ জানুয়ারি, ২০১৬, ০৮:৪২:৪৪ রাত
@যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেয়া হবে।পৃথিবী তার ভিতরের সমস্ত কিছু বাইরে বের করে দেবে।আর মানুষ বলবে তার কি হয়েছে? সুরা-আল যিলযালঃ১,২,৩,আয়াত।,,মাত্র ৬.৭ মাত্রার ভুমি কম্পে নাড়িয়ে দিল কয়েকটি দেশ। হতাহতের সংখ্যাও অনেক। এর পরেওআল্লাহ্ রাব্বুল আলামিনের শক্তি সম্পর্কে ধারনা হয়না?এই মাত্রা যদি আরও বেশী হয় ১২/১৪/১৮/২০;তাহলে কি হতে পারে?মানুষকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, মানুষ সর্ব সময় সর্ব কাজে আল্লাহর হুকুম মানবে।সেই মানুষ এমন হীন কাজ নাই করছে না! যে কাজ নিষিদ্ধ সেগুলি আরও বেশী করছে যার ফলে আজ সমাজের এই বিপর্যয়। যে কাজ গুলি সবচাইতে বেশী জগন্য সেগুলি আজ মাত্রাছাড়িয়ে গেছে। সব চাইতে জগন্য কাজ হল ব্যাবিচার, সেই ব্যাবিচার আজ যে ভাবে প্রসার লাভ করেছে, এই অপরাধের বদলে আল্লাহ কি করতে পারেন এর একটু নমুনা আমরা দেখলাম।একটু ঝাঁকুনিতে যদি এমন হয়। জানবাঁচাতে দিকবেদিক ছুটাছুটি করেছে। চার তালা থেকে লাফ দিয়েছে বাঁচতে, বাঁচা যাবে কি? লাফ দিয়েকোথায় পরবে জমিনের উপর বাঁচতে? জমিন যদি ফেটেযায় তাহলে তো সলিল সমাধী হবে।সুতরং আজকের এই ভূ-কম্পন থেকে শিক্ষা নিয়ে সংশোধন হওয়া দরকার। আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষনা করে বাঁচতে পারা যাবেনা।মরলেও যাতে আল্লাহর অনুগত বান্দা হয়ে তার কাছে ফিরে যাওয়া যায় সে চিন্তা করাই বুদ্ধিমানের কাজ।আল্লাহ আমাদের গজব থেকে হেফাজত করুন।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন