মিথ্যাই সব অন্যায়ের উৎস।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৩ নভেম্বর, ২০১৫, ০৩:৫৮:৫৩ দুপুর

মিথ্যা হল সব অন্যায়ের উৎসস্থল।প্রতিটি অন্যায় সংঘঠিত হয় মিথ্যার উপর ভরষাকরে। আর একটা অন্যায় হাজারটা মিথ্যার আশ্রয়নিতে বাধ্য করে। অন্যায় কে ঢাকা দিতে হলে মিথ্যার বিকল্প নাই।দুঃখের বিষয় হল মিথ্যা এমন ভাবে আমাদের সমাজে প্রতিষ্টিত হয়েছে যে কেউ সত্য কথা বলেছে এটাই বিশ্বাস করা যায়না। আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি তিনি যদি একটা খবর দেন যে ঐ জাগায় এটা সংঘঠিত হয়েছে, তাকেও পুনরায় প্রশ্ন করা হয় সত্যি বলছেন ইমাম সাহেব?এর অর্থ হল ইমাম সাহেব যা বলছেন তাও মিথ্যা হতে পারে, মিথ্যা এমন ভাবেই আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।অথচ ইসলামে মিথ্যা বলা হারাম কারন মিথ্যা অন্যায়ের জন্মদেয়, সুযোগ করে দেয়, অন্যায়ের পথকে প্রশস্থ করে দেয়।শুধু ইসলাম কেন? যারা অন্য ধর্মে বিশ্বাসী এমন সকল ধর্মে মিথ্যা বলা পাপ বলা হয়ে থাকে।মিথ্যা মানুষের ব্যক্তি থেকে শুরু করে, গোটা সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে দেয় এই মহা সত্যটা সবাই জানে কেউ অস্বীকার করেনা। কিন্তু বাস্তবে মিথ্যার আশ্রয় নেয়।এই যদি হয় অবস্থা উপর থেকে শুরু করে সমাজের নিম্নস্তর পর্যন্ত তাহলে ধ্বংস ছাড়া শান্তির আশা কি করে করতে পারি ?যতদিন না এই মিথ্যার আশ্রয় থেকে বেরিয়ে আসতে পারা যাবে ততদিন অন্যায় কে বর্জন করে ন্যায় প্রতিষ্টা হবেনা। যতই চিৎকার করে বলাহউক।আল্লাহ আমাদের এই জঘন্য মিথ্যা থেকে হেফাযতকরে ন্যায় প্রতিষ্টার জন্য হেদায়াত দান করুন।

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351040
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৭
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের এই জঘন্য মিথ্যা থেকে হেফাযতকরে ন্যায় প্রতিষ্টার জন্য হেদায়াত দান করুন। আমীন !

খুব সুন্দর লিখা ধন্যবাদ
351070
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : আমিন৷
351164
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File