মজলুম সংগঠন ব্রাদারহুড-জামায়াতে ইসলামী-ই।।
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৫ নভেম্বর, ২০১৫, ০১:৫৮:৫১ দুপুর
মুসলিম বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংগঠন মুসলিম ব্রাদারহুড !!
"
১৯২৯ সালে এই মজলুম সংগঠনটি প্রতিষ্টিত হয় !!
"
এই মজলুম সংগঠন'কে নিয়ে যতো বারি লেখতে চেয়েছি ততোবারি-ই কলম আমার অক্ষমতা প্রকাশ করেছে !!
"
মজলুম নিরাপরাধ নেতাদের কষ্টে আমার শরীরের প্রতিটা পশম ব্যাথায় টনটন করে উঠেছে !!
"
১৯৩৯ সালে জালেম বাদশা ফারূকের নির্দেশে একদিন মসজিদে যাওয়ার সময় বিশ্বনন্দিত ইসলামীক স্কলার ঈমাম হাসুনুল বান্নাকে গুলি করে শহীদ করা হয় !!
"
১৯৫৪ সালে মিসরের ডিক্টেটর প্রধান মন্ত্রী কর্নেল জামাল আবদুল নাসের ব্রাদারহুডের শীর্ষ নেতা ডঃ হাওসান হুদায়বি, মাহমুদ আব্দুল লতিফ, ইউসুফ তালাত, বিচারপতি ডঃ আব্দুল কাদের আওদাহ, হিন্দ ওয়ায়ে দেওয়ার, ইব্রাহিম আল তৈয়ব ও মুহাম্মদ ফরাগ আলীকে গ্রেফতার করে তথাকথিত সামরিক আদালতে মৃত্যুদন্ড দেয়া হয় !!
"
সমগ্র বিশ্বের চাপে ডঃ হাসান হোদায়বিকে মৃত্যুদন্ড দেয়া থেকে বিরত থাকলেও বাকি ৬ জনকে ১৯৫৪ সালের ৭
ডিসেম্বর সকাল ৮টা থেকে ১১ টার মধ্যে আধাঘন্টা অন্তর ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে !!
"
প্রসঙ্গত তারা কেউ-ই যুদ্ধপরাদী বা মানবতা বিরোধী ছিলেন না বরং সুয়েজ খালে ইংরেজদের আধিপত্য বিস্তারের বিরোধীতা করাই ছিল তাদের অপরাধ !!
"
আমার সোনার দেশের জাতির শ্রেষ্ট সন্তানেরাও জালেম হাঁসিনার জুলুমের শিকার হয়ে রাষ্ট্রিয় আয়োজনের
মাধ্যমে হত্যা হচ্ছে !!
"
হে আল্লাহ্ তুমি বামপন্থীদের উত্তম বিচায় করো !!
"
আমীন !!
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন