নিরাপরাধ রাজাকারদের পক্ষেই ইতিহাস একদিন কথা বলবে ইনশাল্লাহ !!
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৩ অক্টোবর, ২০১৫, ০৮:২৩:৩৯ রাত
হে জাতির শ্রেষ্ট সন্তানেরা ইতিহাস
একদিন তোমাদের পক্ষে কথা বলবেই বলবে ইনশাল্লাহ্ !!
"""
সেই দিন আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, আর কামারূজ্জাম স্যারদের খোঁজে পাবনা আমরা !!
"""
শহীদ কাদের মোল্লা স্যার'কে ফাঁসি দিয়েছিল ২০১৩ সালের ১২ ডিসেম্বরে !!
"""
আর শহীদ কামারূজ্জামান স্যার'কে ফাঁসি দিয়েছিল ২০১৫ সালের ১১ এপ্রিলে !!
"""
এই দুইটা তারিখ ইতিহাসের একটি কালো তারিখ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যুগ যুগ ধরে !!
"""
হয়তো অল্প কিছু দিনের মাঝে আরো একটি কালো অধ্যায়ের সূচনা সংঘটিত করতে যাচ্ছে এই ফ্যাসিষ্ট সরকার !!
"""
কাদের মোল্লা আর কামারূজ্জামান
স্যারদে'কে রাষ্ট্রিয় আয়োজনে হত্যা করা হয়েছে, ইতিহাস একদিন ঠিকি প্রমান করবে এই গুলি হত্যাকান্ড ছিল রাষ্ট্রিয় আয়োজেনে !!
"""
১) দার্শনিক সক্রেটিস'কে হ্যামলক
বিষ প্রয়োগে হত্যার রায় দিয়েছিল
আদালত !!
"""
২) যিশু খ্রীষ্ট'কে শূলে চড়িয়ে হত্যার রায় দিয়েছিল আদালত !!
"""
৩) জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওকেও
ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়
আদালতের নির্দেশেই !!
"""
হাজার বছর পর এসে প্রমানিত হয়েছে তিনটি রায়েই ছিল ভূল !!
"""
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ স্যার'কে যে রায়ের ভিত্তিতে ফাঁসি দিতে যাচ্ছে এর কোন সঠিক প্রমানেই তারা দেখাতে পারেনি !!
"""
সো এসব মিথ্যা মিথ্যা এবং মিথ্যা
বন্ধ করূন এসব নাটক শিক্ষা নিন
ইতিহাস থেকে !!
"""
হে আল্লাহ্ তুমি বামপন্থীদের উত্তম
বিচার করো !!
"""
আমীন !!
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ বাংলাদেশের ইসলামি আন্দোলনের নেতা কর্মীদের হেফাজত করুন ।
মন্তব্য করতে লগইন করুন